ঢাকা ১০ ভাদ্র ১৪৩১, রোববার, ২৫ আগস্ট ২০২৪

সরকারকে বলেন, এসব থামাতে : চট্টগ্রামে নিহত ফারুকের স্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১০:৫৮ পিএম
সরকারকে বলেন, এসব থামাতে : চট্টগ্রামে নিহত ফারুকের স্ত্রী
ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের ষোলশহরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নিহত মো. ফারুক (৩২) দুপুরের খাবার খেয়ে দোকানে ফিরছিলেন। কিন্তু তার আর কাজে ফেরা হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ আঁকড়ে ধরে আহাজারি করছিলেন তার স্ত্রী ও দুই শিশুসন্তান। 

ফারুকের স্ত্রী সীমা আক্তার বলেন, ‘বিনা কারণে আমি স্বামীহারা হলাম। এখন আমার সন্তান ও আমাকে কে দেখবে? সরকারকে বলেন, এসব থামাতে।’

চমেক হাসপাতালে ফারুকের শ্বশুর মো. শহীদ বলেন, ‘আন্দোলনে আমাদের কোনো লাভ-ক্ষতি নেই। কিন্তু বড় ধরনের ক্ষতির শিকার হলাম। চিরতরে হারিয়ে ফেললাম মেয়ে-জামাইকে। এখন আমার নাতি-নাতনিকে কে দেখবে? আমার মেয়ে কাকে নিয়ে বাঁচবে? তাদের ভবিষ্যৎ কী?’

ফারুক ষোলশহরের একটি চেয়ারের দোকানে কাজ করতেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার পর তিনি নগরের লালখান বাজারের ভাড়া বাসা থেকে আবার দোকানে ফিরছিলেন। কিন্তু ষোলশহরের কাছে আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলইে প্রাণ হারান ফারুক। তবে তার পরও আশপাশের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা ভিড় করেন হাসপাতালে। গুলিবিদ্ধ হয়ে নিহত ফারুকের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ১২ বছরের ছেলে ও ৭ বছর বয়সী এক মেয়েসন্তানের জনক। 

বন্যায় প্রায় ৫২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম
বন্যায় প্রায় ৫২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
ছবি : খবরের কাগজ

বন্যায় দেশের ১১ জেলায় পানিবন্দি অবস্থায় রয়েছে ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন দুইজন।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব কামরুল হাসান।

তিনি জানান, ১১ জেলার ৭৩ উপজেলার ৫৪৫ ইউনিয়ন-পৌরসভা বন্যা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার্তদের জন্য ৩ হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে কামরুল হাসান বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ১৫ হাজার ২৭৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। এ ছাড়া ২২ হাজার ২৯৮টি গবাদিপশুও রাখা হয়েছে।’

১১ জেলার বন্যা পরিস্থিতি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব বলেন, ‘সার্বিকভাবে ১১ জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তাই নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না।’

ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য ৭৪৮টি মেডিকেল টিম চালু করা হয়েছে বলে জানান তিনি।

ত্রাণসচিব বলেন, ‘ফেনীতে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। ওইখানে যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যাক্রান্ত এলাকা থেকে যারা স্বাস্থ্যসেবা নিতে আসবে তাদের প্রত্যেককে যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।’

তিনি আরও বলেন, ‘পানি নেমে যাওয়ার পর অনেক রোগের প্রাদুর্ভাব হতে থাকে। এ ব্যাপারে আমরা সতর্ক করেছি। প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহারের জন্য অনুরোধ করেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা আছে।’

এ ছাড়া প্রধান উপদেষ্টার একটি হিসাব খোলা আছে যেখানে সবাই বন্যাদুর্গতদের সহায়তা করতে পারেন বলে জানান ত্রাণসচিব। সূত্র : ইউএনবি

সালমান/

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যা সাড়ে ৭টায়

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যা সাড়ে ৭টায়
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

জাতির উদ্দেশে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (২৫ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

তার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।

অমিয়/

আনসারদের চাকরি জাতীয়করণের দাবি, অবরুদ্ধ সচিবালয়

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৫:০৯ পিএম
আনসারদের চাকরি জাতীয়করণের দাবি, অবরুদ্ধ সচিবালয়
ছবি : সংগৃহীত

চাকরি জাতীয়করণের দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারী আনসার সদস্যরা। তাদের এই বিক্ষোভের কারণে ফের অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৫ আগস্ট) বেলা ১২টার পর সচিবালয়ের সামনে ও অন্যান্য গেটগুলোর সামনে অবস্থান নেন বিক্ষোভকারী আনসাররা।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছেন না। ৫টি গেটই বন্ধ করে রাখতে হয়েছে।

এদিকে সবগুলো গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কাজে আসা অনেকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করছেন।

চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসাররা।

তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন।

খাজা/অমিয়/

বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:০১ পিএম
বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

বন্যার্তদের সহায়তায় একদিনের সমপরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

রবিবার (২৫ আগস্ট) সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন জানান, বন্যাকবলিতদের সহযোগিতার জন্য ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এর আওতাধীন প্রকল্পগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। 

এর আগে গতকাল শনিবার (২৪ আগস্ট) সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক জানান, সড়ক-মহাসড়ক বিভাগের সব দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

জয়ন্ত সাহা/সালমান/

বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে: পার্বত্য উপদেষ্টা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৩৭ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে: পার্বত্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রবিবার (২৪ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাঙ্গামাটির প্রতিনিধিদের সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সুপ্রদীপ চাকমা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার তার বাস্তবায়ন ঘটাবে।’

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ পুনর্গঠনে এখানে রাজনীতি বা দলীয় কোনো কিছুর প্রভাবের সুযোগ নেই। যারা মনোনীত হবেন, তারাই বলবেন আমরা নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হয়েছি। কে থাকলো, কে থাকলো না, সেটা সুধী-জনগণ সবার মতামতের ভিত্তিতেই হবে। এখানে সংস্কার হবে। এখানে প্রাধান্য পাবেন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ। আগের অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতন মহলকে জানাব।’

এর আগে একই জায়গায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এই উপদেষ্টা মতবিনিময় সভা করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোনের কমান্ডার লে. কর্নেল এরশাদ, রিজিয়ন কমান্ডার মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙ্গমাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল ইসলাম এবং রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী রেবাইয়াত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পপি/অমিয়/