ঢাকা ১০ ভাদ্র ১৪৩১, রোববার, ২৫ আগস্ট ২০২৪

সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:১১ এএম
সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহকালে হামলায় অন্তত ২৫ জন সাংবাদিক আহত হয়েছেন দাবি করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদের সভাপতি মাহ্‌ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার, সব ছাত্রসংগঠন ও নিরাপত্তা বাহিনীর প্রতি দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত দুই দিনে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হন। তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের। সম্পাদক পরিষদ সব পক্ষ ও নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করছে, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংশ্লিষ্ট সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৫ জুলাই দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আটজন, ১৬ জুলাই সারা দিনে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আমরা সরকার, সব ছাত্রসংগঠন ও নিরাপত্তা বাহিনীর প্রতি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি।’

দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:২৭ পিএম
দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেভাবেই হোক, দুর্নীতি রোধ করতে হবে।’

রবিবার (২৫ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে।’

শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, পু‘লিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

এ সময় আইজিপি মো. ময়নুল ইসলাম পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। 

আইজিপি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’  

বন্যার্তদের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা করলেন সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:২৬ পিএম
বন্যার্তদের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা করলেন সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান
বন্যাদুর্গত এলাকায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেন রামগতি-কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রামগতি-কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের তত্ত্বাবধানে বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

 রবিবার (২৫ আগস্ট) রামগতি উপজেলা বিএনপি'র অঙ্গ -সংগঠনের উদ্যোগে চর পোড়াগাছা আজাদ নগর বাজারে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। 

বন্যাদুর্গদের ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান শেষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর এ্যানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সবুজ/এমএ/

নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত : প্রধান উপদেষ্টা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:০১ পিএম
নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত : প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছি- মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।’

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই।’ 

তিনি বলেন, ‘দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবে যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যেকোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব।’

নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান ড. ইউনূস। 

তিনি বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনি ব্যবস্থা, আইনশৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এর লক্ষ্য হবে দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা।’

সালমান/

বন্যায় প্রায় ৫২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম
বন্যায় প্রায় ৫২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
ছবি : খবরের কাগজ

বন্যায় দেশের ১১ জেলায় পানিবন্দি অবস্থায় রয়েছে ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন দুইজন।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব কামরুল হাসান।

তিনি জানান, ১১ জেলার ৭৩ উপজেলার ৫৪৫ ইউনিয়ন-পৌরসভা বন্যা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার্তদের জন্য ৩ হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে কামরুল হাসান বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ১৫ হাজার ২৭৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। এ ছাড়া ২২ হাজার ২৯৮টি গবাদিপশুও রাখা হয়েছে।’

১১ জেলার বন্যা পরিস্থিতি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব বলেন, ‘সার্বিকভাবে ১১ জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তাই নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না।’

ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য ৭৪৮টি মেডিকেল টিম চালু করা হয়েছে বলে জানান তিনি।

ত্রাণসচিব বলেন, ‘ফেনীতে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। ওইখানে যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যাক্রান্ত এলাকা থেকে যারা স্বাস্থ্যসেবা নিতে আসবে তাদের প্রত্যেককে যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।’

তিনি আরও বলেন, ‘পানি নেমে যাওয়ার পর অনেক রোগের প্রাদুর্ভাব হতে থাকে। এ ব্যাপারে আমরা সতর্ক করেছি। প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহারের জন্য অনুরোধ করেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা আছে।’

এ ছাড়া প্রধান উপদেষ্টার একটি হিসাব খোলা আছে যেখানে সবাই বন্যাদুর্গতদের সহায়তা করতে পারেন বলে জানান ত্রাণসচিব। সূত্র : ইউএনবি

সালমান/

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যা সাড়ে ৭টায়

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ০৫:৪৫ পিএম
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যা সাড়ে ৭টায়
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

জাতির উদ্দেশে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (২৫ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

তার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।

অমিয়/