কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী রাজধানীর সায়েন্সল্যাব অবরোধ করে রেখেছে। এতে চর্তুদিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। শুরুতে এক পাশ অবরোধ করে রাখলেও পরে পুরো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হতে থাকেন। এ সময় তারা সরকারবিরোধী এবং সরকার পতনের স্লোগান দিতে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী খবরের কাগজকে বলেন, ‘আমরা বেলা সাড়ে ১১টায় এখানে আসি। তখন এক পাশের রাস্তা অবরোধ করা হয়েছে, সাড়ে ১২টার পরপর শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে পুরো রাস্তায় অবরোধ হয়ে যায়।’
এদিকে রাস্তার একপাশে বেশ কিছু পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। যদিও অনেকটা নীরব ভূমিকায় থাকতে গেছে পুলিশকে।
এর আগে গত শুক্রবার রাতে আজ (শনিবার) সারাদেশে বিক্ষোভ মিছিল পালনের কর্মসূচি দিয়েছে কোটা আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা।
আরিফ জাওয়াদ/সাদিয়া নাহার/অমিয়/