সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৯ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এ ছাড়া আশেপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্বিবদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে জাবি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেইটে অবস্থান নেন শিক্ষার্থীরা।
মিছিলে জাবির শিক্ষকদের একাংশকেও অংশ নিতে দেখা গেছে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ৯ দফা মেনে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল (রবিবার) থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামবেন তারা।
জাবির শিক্ষার্থী সোহাগী সামিয়া খবরের কাগজকে বলেন, ‘আজকে (শনিবার) আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাভার অঞ্চলের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং পেশাজীবী মানুষ একত্রিত হয়েছেন। বিশেষ করে শিক্ষকরাও আমাদের সঙ্গে আন্দোলনে আছেন। গতকালকেও (শুক্রবার) সারা দেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আন্দোলন করার চেষ্টা করেছেন। সেখানে আবারও ছাত্রলীগ-যুবলীগসহ পুলিশ আমাদের উপর হামলা করেছে, গুলি চালিয়েছে। আমরা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ আর ৯ দফায় থাকতে চান না। সাধারণ মানুষের এখন প্রাণের দাবি হচ্ছে বাংলাদেশের স্বৈরাচার নিপাত যাক। আপনারা জনগণের পালস কি বুঝতে পারছেন না? মানে, জনগণ আর আপনাদের চান না। এখনও সময় আছে আপনি যদি জনগণের কাছে ক্ষমা না চান, গণতান্ত্রিক চর্চাবোধে ফিরে না আসেন, তাহলে কিন্তু আপনার গদি আর বেশিদিন টিকবে না। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, সাধারণ মানুষ, বুদ্ধিজীবারা এখন যুক্ত হয়েছেন। অতএব এই আন্দোলন আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে। আরও প্রকট আকার ধারণ করবে।’
ইমতিয়াজ/পপি/অমিয়/