ঢাকা ৩১ ভাদ্র ১৪৩১, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম
প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে।  প্রত্যাহার সংক্রান্ত সার  সংক্ষেপ  অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কবির/অমিয়/

আজ থেকে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম
আজ থেকে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ রবিবার থেকে সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কর্মসূচির আওতায় ১ কোটি পরিবার ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল কিনতে পারবে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি পরিবার ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবে। এসব পণ্য টিসিবির নির্ধারিত ডিলার শপ অথবা সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় তাদের স্থায়ী আউটলেটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। কার্ডহোল্ডাররা মনোনীত ডিলারদের কাছ থেকে ভর্তুকি দেওয়া পণ্য চাল, ভোজ্যতেল ও মসুর ডাল কিনতে পারবেন।

সাবেক এমপি শাহে আলম আটক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ এএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ এএম
সাবেক এমপি শাহে আলম আটক
সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদার

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে আটক করে গুলশান থানায় সোপর্দ করেছেন সাধারণ মানুষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাকে শনিবার রাতে মারধরের পর থানায় দিয়েছে সাধারণ মানুষ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করে জনতা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার গুলশান থানায় আছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা হয়েছে বলে জানা যায়।

বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার চাখারের সৈয়দ আতিকুর রহমান বাপ্পী এ মামলা করেন। 

মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাই ও এক ভাগ্নেসহ ১৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমি অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অমিয়/

সাবেক জনপ্রশাসন মন্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
সাবেক জনপ্রশাসন মন্ত্রী গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত সাড়ে ১২টার ফরহাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, রাজধানীর আদাবর এলাকায় গত ৫ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলার আসামি ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে র‍্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে।

অমিয়/

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ এএম
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ
ড. মুহাম্মদ ইউনূস, ডোনাল্ড লু ও ব্রেন্ট নেইম্যান (বাঁ থেকে)

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধিদল বৈঠক করবে আজ। সকাল ১০টা ৫৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

বৈঠককালে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। এ ছাড়া ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে সহযোগিতাপূর্ণ হয়, সে বিষয় নিয়েও আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের অব্যাহত সমর্থনও প্রত্যাশা করা হবে ঢাকার পক্ষ থেকে।

এর আগে শনিবার সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান ব্রেন্ট নেইম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উত্তর আমেরিকা উইং) খন্দকার মাসুদুল আলম। ছয় সদস্যের প্রতিনিধিদলের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় এল যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদল। এতে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি ও বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা আছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি চাইছে, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যেন আবারও ঘুরে দাঁড়ায় এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে ঢাকা। মার্কিন প্রতিনিধিদলটি সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে।

পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তসংস্থা প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন। 

বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সংবিধান সংস্কার করতে হবে: ফরহাদ মজহার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পিএম
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সংবিধান সংস্কার করতে হবে: ফরহাদ মজহার
সেমিনারে বক্তব্য দিচ্ছেন সমাজচিন্তক ও গবেষক ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত

সমাজচিন্তক ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে হলে প্রথমে সংবিধান সংস্কার করতে হবে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের উদ্যোগে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

‘নতুন বাংলাদেশ বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা’ শীর্ষক সেমিনারটির সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শেখ আকরাম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরহাদ মজহার। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবদুল মজিদ, রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আবুল কালাম, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান প্রমুখ। 

ফরহাদ মজহার বলেন, ‘গণতন্ত্র একটি রাষ্ট্রের বিশেষ ধর্ম। এটা রাষ্ট্রের বিশেষ রূপ। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র তার কর্মকাণ্ড সুষ্ঠুভাবে নির্ধারণ করলেই একটি রাষ্ট্র সুচারুভাবে গঠন করা হয়।’ 

তিনি বলেন, ‘১৯৭২ সালের যে সংবিধান, তা ছিল পাকিস্তান আমলের, সেই সংবিধান প্রণেতারা সে সময়ের আলোকে সংবিধান রচনা করেছিলেন। বর্তমানে যে সংবিধানের আলোকে রাষ্ট্র চলছে, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি সংবিধান। বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে হলে প্রথমে সংবিধান সংস্কার করতে হবে।’

ফরহাদ মজহার বলেন, ‘রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে। জনগণকে রাষ্ট্রব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। সুতরাং দেশের গণতন্ত্র বজায় রাখতে প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। স্ব-স্ব ক্ষেত্রে সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে।’ 

সেমিনারে বক্তারা বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন নিশ্চিত করতে হবে। জনসাধারণ একটি দেশের মূল চালিকাশক্তি। স্ব-স্ব ক্ষেত্র থেকে এগিয়ে এলে একটি দেশ দ্রুত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে।’

সেমিনারে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলাম। 

প্রবন্ধে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে চরম গণ-অসন্তোষে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের ফলে জনমানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবে রূপায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের জনসংখ্যার অর্ধেকই তরুণ ও যুবা। তাদের প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়ে তোলা।’ 

সেমিনারে বাংলাদেশের সংবিধানের আলোকে রাষ্ট্র সংস্কারের ১২ দফা রূপরেখা-২০২৪ পেশ করা হয়। ১২ দফার প্রস্তাবে রয়েছে, রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ; আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, যাতে একে অপরের ওপর ক্ষমতা বা কর্তৃত্বের প্রয়োগ থেকে বিরত থাকে; বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করা এবং বিচারপতি নিয়োগে আলাদা কমিশন বা আইন প্রণয়ন করা; কেবল ধর্ম, গোষ্ঠী, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য করবে না।