ঢাকা ৩০ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

সড়কে গণপরিবহন কম, বন্ধ ট্রেন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১০:১০ এএম
আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
সড়কে গণপরিবহন কম, বন্ধ ট্রেন
খবরের কাগজ; ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচিতে সপ্তাহের প্রথম দিন সকালে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল হাতেগোনা।

রবিবার (৪ আগস্ট) রাজধানীর প্রগতি সরণি, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, রোকেয়া সরণি, মিরপুর রোড ও জনসন রোড এলাকা থেকে বেশ কয়েকজন বাসিন্দা ফোনে খবরের কাগজকে সড়কের এই চিত্রের কথা জানান।

রামপুরা কাঁচাবাজার এলাকা থেকে সকাল ৯টার দিকে পূর্বাচল যাচ্ছিলেন সৌম্যদীপ বসু। কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে বের হয়েছি। সড়কে বাস নেই বলতে গেলে। তুরাগ, রাইদা পরিবহনের দুই-একটা বাস দেখলাম। সড়কের আশপাশে অধিকাংশ দোকানপাট বন্ধ।’

জনসন রোড এলাকা থেকে অন্বেষা মজুমদার বলেন, ‘পুরান ঢাকা কেমন যেন থমথমে। পণ্যবাহী কিছু ট্রাক চলাচল করছে, আর জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা সিএনজিচালিত অটোরিকশা খুঁজছেন। তবে রিকশা চলাচল করছে বেশ।’
 
শ্যামলী শিশুমেলা থেকে সাঈদুল ইসলাম বলেন, ‘সড়কে বাসের দেখা মেলেনি। সকাল ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করলাম। পরে তিনজন মিলে একটা সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেছি। অনেক বলে-কয়ে মতিঝিল অবধি যেতে রাজি করালাম।’

সড়কে বাস চলাচলের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মো. মাহবুবুর রহমান খবরের কাগজকে বলেন, ‘সড়কে বাস চলাচলের বিষয়ে আমরা কোনো বাস মালিক বা চালককে নির্দেশনা দেইনি। অবরোধকারীরা সড়কে বাস চলতে দিচ্ছে না। জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে রেখেছে। কোনো বাস মালিক সড়কে বাস নামাতে না চাইলে কী করা যাবে! দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই অবস্থা। তবে দেশের যা অবস্থা, যাত্রীরা এখন দূরে জার্নি করতে চাইবেন না।’

এদিকে দুদিন স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের পর আজ থেকে আবার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন খবরের কাগজকে বলেন, ‘শনিবার রাতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে একটা নোটিশ পেয়েছি। তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।’

এদিকে রেলওয়ের পূর্বের এক চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত রবিবার সব ট্রেন বন্ধ ঘোষণা করা হলো। 

যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী, তেলবাহী ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে রেলওয়ে ঢাকা অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনের কারণে টানা ১৪ দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। মাঝে একদিন চালু হওয়ার কথা থাকলেও হয়নি। গত ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়।

জয়ন্ত সাহা/ইসরাত চৈতী/অমিয়/

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৮৬

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৭ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৮৬
খবরের কাগজ গ্রাফিকস

গেল এক দিনে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে বেড়েছে শনাক্ত রোগী। মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক দিনের ব্যবধানে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১ হাজার ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অথচ আগের দিন হাসপাতালে ভর্তি নতুন রোগী ছিল ৬৬০ জন।

সোমবার (১৪ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিয়ে চলতি মাসের ১৪ দিনে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হলো। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২৮৮ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ২০৯, চট্টগ্রাম বিভাগে ২০৯, খুলনা বিভাগে ১৫২, ঢাকা বিভাগে ১৩৩, বরিশাল বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ৪১, ময়মনসিংহ বিভাগে ৩২, রংপুর বিভাগে ২১ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১৫ জনের। আর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ১১৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। আর ৩১ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫০ দশমিক ৭ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৩ শতাংশ পুরুষ। আর বয়সের বিশ্লেষণে এ বছর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মশাবাহিত এই প্রাণঘাতী রোগে সবচেয়ে বেশি ছিলেন ২৬ থেকে ৩০ বছর বয়সীরা। এ বয়সী আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা যাওয়ার সংখ্যা ২৫। তবে আক্রান্ত বেশি হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। চলতি বছর এ বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৯৩।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গতবছর। ২০২৩ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। আর ডেঙ্গু শনাক্তের পর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

অমিয়/

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৮ এএম
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
প্রতীকী ছবি

বিশ্ব হাত ধোয়া দিবস মঙ্গলবার (১৫ অক্টোবর)। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালন করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সব সমাজে সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা। এ ছাড়া সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণী দিয়েছেন।

বাণীতে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকার দেশব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই অভীষ্ট অর্জনে সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

দিবসটি উপলক্ষে অপর এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থী-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। 

ওএমএসে ডিম আলু পেঁয়াজসহ সবজি বিক্রি আজ থেকে

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:১১ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম
ওএমএসে ডিম আলু পেঁয়াজসহ সবজি বিক্রি আজ থেকে
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীতে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ডিমসহ শাকসবজি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। সরাসরি কৃষকের কাছ থেকে ডিম, আলু, পেঁয়াজ, পেঁপে, লাউ, কাঁচা মরিচ কিনে আজ মঙ্গলবার থেকে ২০টি এলাকায় খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে। প্রতি কেজি আলু ৩০ টাকা, ডিমের ডজন ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি করা হবে।

সোমবার (১৪ অক্টোবর) কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান খবরের কাগজকে এসব তথ্য জানান। 

এর আগে গত রবিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সম্প্রতি চিনির শুল্ক কমানো হয়েছে। গত ৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড চিনি আমদানিতে শুল্ক ৩০ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে। অপরিশোধিত চিনির আমদানি খরচ প্রতি কেজিতে ১১ টাকা ১৮ পয়সা এবং পরিশোধিত চিনির খরচ ১৪ টাকা ২৬ পয়সা কমানো হয়েছে। সরকার অন্যান্য পণ্যের ওপরও শুল্ক কমানোর পরিকল্পনা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বৈঠকে প্রধান উপদেষ্টা বাজার মনিটরিং টাস্কফোর্সকে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। এ ছাড়া তিনি নিত্যপণ্য আমদানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য বাণিজ্য উপদেষ্টাকে নির্দেশ দেন।

কৃষিসচিব বলেন, সারা দেশে বন্যা ও অধিক বৃষ্টিতে সবজিসহ কিছু জিনিসের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ বিশেষ করে স্বল্প আয়ের মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার তাদের কথা ভেবে ভর্তুকি মূল্যে কিছু পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। প্রথমে ডিম, আলু, পেঁয়াজ, পচনশীল নয় এমন সবজি যেমন লাউ, পেঁপে বিক্রি করা হবে। প্রথমে ২০টি এলাকায় এটা সরবরাহ করা হবে। পরে সংখ্যা বাড়ানো হবে। 

সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪০ এএম
সাবেক মন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

গোপালগঞ্জ-১ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।