শেখ হাসিনার পদত্যাগের খবরে রাজধানীর রাস্তায় রাস্তায় মিছিল নিয়ে উল্লাস করছেন লাখো মানুষ।
সোমবার (৫ আগস্ট) বেলা দেড়টার দিক থেকেই শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
দুপুরের দিকে শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিতে থাকেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে দল বেধে মানুষ আসছেন। সবাই বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মিরপুরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন। পরে তারা ফার্মগেটের দিকে এগিয়ে আসতে থাকেন।
এদিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছেন। আজ দুপুরে পদত্যাগ করে গণভবনে ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানা।
এরপর হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে পড়েন। তাদেরকে গণভবনের ভেতর উল্লাস করতে দেখা গেছে।
অমিয়/