ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৮:৫৮ পিএম
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং বোন শেখ রেহানাকে নিয়ে তার দেশ ত্যাগের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার (৫ আগস্ট) গণমাধ্যমগুলোর অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়। 

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়েছেন। 

চীনা বার্তা সংস্থা সিনহুয়া সেনাপ্রধানকে উদ্ধৃত করে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরের শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। আন্দোলনকারীরা প্রাসাদ (গণভবন) দখলে নিয়েছেন।’

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে লিখেছে, একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তার সরকারি আবাস গণভবনে হাজারও মানুষ ঢুকে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি বলেছে, হাজারও মানুষ গণভবনে ঢুকে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স লিখেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। বাংলাদেশও ছেড়ে গেছেন।

দ্য গার্ডিয়ান সেনাপ্রধানের সূত্র দিয়ে প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেনাপ্রধান নিশ্চিত করেছেন।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএনের খবরে বলা হয়, এক সপ্তাহের বেশি প্রাণহানি ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর পদত্যাগ করলেন শেখ হাসিনা।

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মোদিকে জানিয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকার দেশ চালাবে। 

পশ্চিমবঙ্গের আনন্দবাজারের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছেন। তাকে হেলিকপ্টারে করে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। তবে অন্যান্য গণমাধ্যমের খবর, তিনি সেখান থেকে দিল্লি যাচ্ছেন।

যাত্রীর লাগেজ থেকে ইউরো চুরি, বিমানের ৫ কর্মী আটক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
যাত্রীর লাগেজ থেকে ইউরো চুরি, বিমানের ৫ কর্মী আটক
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া চুরির ঘটনায় শনাক্ত বিমানের আরেক কর্মী পলাতক রয়েছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর ওই যাত্রী বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৬৩) ঢাকা থেকে চেন্নাই যান। সেখানে পৌঁছে লাগেজে তার ইউরো না পেয়ে লিখিত অভিযোগ করেন। এরপরই ঘটনার তদন্তে শুরু করে বিমান কর্তৃপক্ষ।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার নেপথ্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে।  

এতে বলা হয়, বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয়জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলায় ছয়জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায়। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের চেকড ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকার পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী হাত ব্যাগে বহনের জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। 

তিথি/সালমান/

ছিদ্দিকের নিয়োগ বাতিল, মেট্রোরেলের নতুন এমডি রউফ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
ছিদ্দিকের নিয়োগ বাতিল, মেট্রোরেলের নতুন এমডি রউফ
এম এ এন ছিদ্দিক ও মোহাম্মদ আব্দুর রউফ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগটি বাতিল করা হয়। 

এ ছাড়া অপর এক অফিস আদেশে তার জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব শরন কুমার বড়ুয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এম এ এন ছিদ্দিকের নিয়োগ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। 

অপর এক আদেশে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রসাশন) মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হলো। তিনি তার বর্তমান পদে আহরিত বেতন ভাতা পাবেন।

জয়ন্ত সাহা/সালমান/

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোহাম্মদ স্বপন (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. মেহেদী হাসান জানান, স্বপন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম ইদু মিয়া। তবে কী মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আল-আমিন/সালমান/

সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্কে অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্কে অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

সীমান্ত হত্যাকাণ্ডকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়।’ 

সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশ সীমান্তে হত্যা নিয়ে ভারতকে উদ্বেগের কথা জানিয়ে আসছে অনেকদিন ধরেই। এর পরও তা বন্ধ হয়নি। সবশেষ আজ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এ সময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহ ও আরেকজন আহত হন।

এর আগে গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে এক কিশোরী নিহত হন। 

এই ঘটনার পর গত ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও নিন্দা জানায়। 

অমিয়/

গ্রামবাংলার রূপ পরিবর্তনের কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
গ্রামবাংলার রূপ পরিবর্তনের কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা
এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামবাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সভাপতিত্বে এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. শের আলী খান এবং মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।

হাসান আরিফ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন একান্ত জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে।

তিনি বলেন, দুর্যোগের সময় একটি গোষ্ঠী খুশি হয়। প্রাকৃতিক দুর্যোগে এসব গোষ্ঠীর হয়তো দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হয়। কিন্তু এসবকে গুরুত্ব দেওয়া যাবে না। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কাজের গুণগতমানের সঙ্গে কোনো আপস করা যাবে না।

দেশের রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক - এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আমাদের দেশের রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক কিন্তু এর স্থায়ীত্ব কম। এমন অভিযোগ প্রায়ই আসে। এলজিইডির দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। ছাত্র, কৃষক-শ্রমিক জনতার অভ্যূত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হলো তার একমাত্র লক্ষ্য রাষ্ট্র সংস্কার। এই সংস্কার করতে দুর্নীতিকে নির্মূল করতে হবে।

নারীর ক্ষমতায়নে এলজিইডিকে সহায়ক ভূমিকা পালনের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, এলজিইডি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে। এই গ্রামে গ্রামে চলমান কর্মযজ্ঞে মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলতে হবে।

বাসস/অমিয়/