ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

সারা দেশে মন্ত্রী-এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১০:৪০ পিএম
সারা দেশে মন্ত্রী-এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
হুইপ মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ (বাঁয়ে), এমপি নিজাম হাজারীর বাগানবাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পর সোমবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে সড়কে নেমে আনন্দ-উল্লাস করেন সর্বস্তরের মানুষ। তারা নানা স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ ছাড়া এদিন বিক্ষুব্ধ জনতা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, আওয়ামী লীগের নেতা-কর্মীর বাড়িতে ও কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন। এর মধ্যে রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে, নাটোরে প্রতিমন্ত্রী পলক, নড়াইলে মাশরাফি, বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও মাদারীপুরে শাজাহান খান, বাহাউদ্দিন নাছিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। 

খবরের কাগজের প্রতিনিধিদের পাঠানো খবর:

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আগুন

রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারও আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় বাড়ির ভেতর থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। এদিকে বিকেল ৪টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।

নাটোরে প্রতিমন্ত্রী পলকের বাড়িতে আগুন 

প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর প্রচারের পর নাটোরের বিভিন্ন সড়ক-মহাসড়কে আনন্দ-উল্লাস আর মিছিলে নেমে পড়েন সবস্তরের মানুষ। এ সময় ক্ষুব্ধ জনতা আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের সিংড়া শহরের বাড়ি ও সিংড়ার মেয়র জান্নাতুল ফেরদৌসের বাড়ি ভাঙচুর করেন। ভাঙচুর করা হয় সিংড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। একই সময় নাটোর-নলডাঙ্গা আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ও তার ভাই সাগরের বাড়ি এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এ ছাড়া সদর উপজেলার উত্তরা গণভবনসংলগ্ন নৌকা মোড়ের নৌকা ও বঙ্গবন্ধুর ছবি ও দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তবে উত্তরা গণভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও থানাগুলোতে সেনাসদস্যরা পাহারায় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনা টহলও জোরদার করা হয়েছে।

নড়াইলে মাশরাফির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

শহরের মহিষখোলা এলাকায় হুইপ মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ জনতা। এ ছাড়া আলাদাতপুর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস বোসের বাড়ি এবং পুরোনো বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। 

সোমবার বিকেলে দফায় দফায় এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে তাদের বাড়িতে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি।

শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাসভবন ভাঙচুর

মাদারীপুরে শাজাহান খান ও বাহাউদ্দিন নাসিমের বাসভবন ভাঙচুর ও তাদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বিকেলে সরেজমিনে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে লাঠিসোঁটা নিয়ে শাজাহান খানের ১০ তলা বাসভবন ভাঙচুর করছেন। এ সময় তারা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে ভবনের গ্লাস ভাঙচুর করেন। তারা একযোগে সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক ফুড ভিলেজ, সার্বিক হেয়ার কাট সেলুন ভবন, শাজাহান খান-সমর্থিত আওয়ামী লীগের কার্যালয়, সার্বিক গাড়ির কাউন্টার ভবনে আগুন ধরিয়ে দেন। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। হাজার হাজার ছাত্রছাত্রী, নারী ও পুরুষ একযোগে বিক্ষোভ প্রদর্শন করেন তার বাসভবনের সামনে। খুব অল্প দূরত্বে মাদারীপুর সদর থানা থাকলেও কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা যায়নি। তবে মাদারীপুর সরকারি কলেজে অবস্থান করা কয়েকজন সেনাবাহিনীর সদস্যকে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে হ্যান্ডমাইকে ঘোষণা দিতে দেখা গেছে। এ সময় ভিডিও করতে গেলে বিক্ষুব্ধ জনতা সাংবাদিকদের ওপরেও চড়াও হন।

এ ছাড়া ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের বাসভবন ও তার পারিবারিক মালিকানাধীন হোটেল ভাঙচুর করা হয়েছে। এদিকে জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারজানা নাজনীনের বাসভবন ও কিশোর গ্যাং নেতা নোবেল ব্যাপারীর মালিকানাধীন মোটরসাইকেল শোরুম ও বাড়ি পোড়ানো হয়। তা ছাড়া এক যুবলীগ নেত্রীর বাড়ি ভাঙচুর করা হয় এবং পুরোনো কোর্ট মোড়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা জাদুঘরটিও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অনেক বিক্ষোভকারীকে সিলিং ফ্যান, কম্পিউটারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যেতে দেখা গেছে। 

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিজাম হাজারীর বাগানবাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ 

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন উত্তেজিত জনতা। বেলা ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তেজিত জনতা দুপুর থেকে মাস্টারপাড়ায় এমপি নিজাম হাজারীর ভোট কাছারী, পুরোনো বাড়িতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে শত শত জনতা বিলাসবহুল বাগানবাড়িতে ঢুকে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর আগে বাড়ি থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেন নিজাম হাজারী। 

এ ছাড়া শহরের বাঁশপাড়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের কার্যালয়, পিটিআই স্কুল, ফেনী পৌরসভা, স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, দাগনভূঞা-ছাগলনাইয়া থানা ও শহরের আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ ১০ নেতা-কর্মীর বাড়িতে আগুন

বরিশালে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ ১০ নেতা-কর্মীর বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। জানা যায়, বিক্ষুব্ধরা নগরীর সোহেল চত্বরে থাকা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়, বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের একটি সাবস্টেশন অফিস, বরিশাল সিটি করপোরেশন এক্সটেনশন (এনেক্স) ভবন, নবগ্রাম রোডের পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবন, কালীবাড়ি রোডের বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াত সাদিক আবদুল্লাহর বাসভবন ও বরিশাল সার্কিট হাউসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমরের নগরীর ব্রান্ডকম্পাউড ও বীর উত্তম ভবনে আগুন দেওয়া হয়েছে।

দুর্বৃত্তরা বরিশাল প্রেস ক্লাবে হামলা করে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ ক্লাবের গ্লাস ভাঙচুর করে। অন্যদিকে বিবির পুকুরের পূর্ব পাড়ে রিপোর্টার্স ইউনিটিতে হামলা করে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুর করে।

লক্ষ্মীপুরে এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন

বেলা ৩টা থেকে লক্ষ্মীপুর শহরে হাজার হাজার নারী, পুরুষ ও ছাত্র-জনতা জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে সড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতার একাংশ শহরের রায়পুর রোডের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর মালিকানাধীন লুবনা কটেজ নামের বাড়ি এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। 

এ ছাড়া বিকেলে শহরের পিংকী প্লাজায় উপজেলা চেয়ারম্যান এম কে এম সালাউদ্দিন টিপুর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় হামলাকারীদের মধ্যে কেউ কেউ প্লাজার নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস, বাসা ও এনআরবিসি ব্যাংকের লক্ষ্মীপুর শাখায় ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান।

পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও আ.লীগ অফিসে আগুন 

বেলা ৩টার দিকে শহর ও শহরতলি থেকে লাখ লাখ জনতা পটুয়াখালী শহিদ মিনারে মিছিল নিয়ে জড়ো হন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুর করেন এবং আগুন জ্বালিয়ে দেন। একটি গ্রুপ জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়।

এমপি রমেশচন্দ্র সেনের বাড়িতে আগুন

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের বাসায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।



যাত্রীর লাগেজ থেকে ইউরো চুরি, বিমানের ৫ কর্মী আটক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
যাত্রীর লাগেজ থেকে ইউরো চুরি, বিমানের ৫ কর্মী আটক
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫ কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া চুরির ঘটনায় শনাক্ত বিমানের আরেক কর্মী পলাতক রয়েছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর ওই যাত্রী বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৬৩) ঢাকা থেকে চেন্নাই যান। সেখানে পৌঁছে লাগেজে তার ইউরো না পেয়ে লিখিত অভিযোগ করেন। এরপরই ঘটনার তদন্তে শুরু করে বিমান কর্তৃপক্ষ।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার নেপথ্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে।  

এতে বলা হয়, বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয়জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলায় ছয়জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায়। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের চেকড ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকার পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী হাত ব্যাগে বহনের জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। 

তিথি/সালমান/

ছিদ্দিকের নিয়োগ বাতিল, মেট্রোরেলের নতুন এমডি রউফ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
ছিদ্দিকের নিয়োগ বাতিল, মেট্রোরেলের নতুন এমডি রউফ
এম এ এন ছিদ্দিক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগটি বাতিল করা হয়। 

এ ছাড়া অপর এক অফিস আদেশে তার জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব শরন কুমার বড়ুয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এম এ এন ছিদ্দিকের নিয়োগ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। 

অপর এক আদেশে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রসাশন) মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হলো। তিনি তার বর্তমান পদে আহরিত বেতন ভাতা পাবেন।

জয়ন্ত সাহা/সালমান/

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোহাম্মদ স্বপন (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. মেহেদী হাসান জানান, স্বপন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম ইদু মিয়া। তবে কী মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আল-আমিন/সালমান/

সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্কে অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্কে অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

সীমান্ত হত্যাকাণ্ডকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়।’ 

সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশ সীমান্তে হত্যা নিয়ে ভারতকে উদ্বেগের কথা জানিয়ে আসছে অনেকদিন ধরেই। এর পরও তা বন্ধ হয়নি। সবশেষ আজ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এ সময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহ ও আরেকজন আহত হন।

এর আগে গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে এক কিশোরী নিহত হন। 

এই ঘটনার পর গত ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও নিন্দা জানায়। 

অমিয়/

গ্রামবাংলার রূপ পরিবর্তনের কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
গ্রামবাংলার রূপ পরিবর্তনের কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা
এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামবাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সভাপতিত্বে এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. শের আলী খান এবং মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।

হাসান আরিফ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন একান্ত জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে।

তিনি বলেন, দুর্যোগের সময় একটি গোষ্ঠী খুশি হয়। প্রাকৃতিক দুর্যোগে এসব গোষ্ঠীর হয়তো দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হয়। কিন্তু এসবকে গুরুত্ব দেওয়া যাবে না। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কাজের গুণগতমানের সঙ্গে কোনো আপস করা যাবে না।

দেশের রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক - এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আমাদের দেশের রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক কিন্তু এর স্থায়ীত্ব কম। এমন অভিযোগ প্রায়ই আসে। এলজিইডির দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। ছাত্র, কৃষক-শ্রমিক জনতার অভ্যূত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হলো তার একমাত্র লক্ষ্য রাষ্ট্র সংস্কার। এই সংস্কার করতে দুর্নীতিকে নির্মূল করতে হবে।

নারীর ক্ষমতায়নে এলজিইডিকে সহায়ক ভূমিকা পালনের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, এলজিইডি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে। এই গ্রামে গ্রামে চলমান কর্মযজ্ঞে মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলতে হবে।

বাসস/অমিয়/