ঢাকা ৩১ ভাদ্র ১৪৩১, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

দিল্লি থেকে লন্ডন যাবেন শেখ হাসিনা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১২:৫৭ এএম
দিল্লি থেকে লন্ডন যাবেন শেখ হাসিনা

দিল্লি থেকে লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কিছুদিন ভারতে অবস্থান করে যাবেন, নাকি শিগগিরই চলে যাবেন- এ বিষয়ে সংশ্লিষ্টরা কিছু জানাননি। গাজিয়াবাদের এয়ারবেইজে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সোমবার (৫ আগস্ট) দুপুরে পদত্যাগ করার পর বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছাড়েন শেখ হাসিনা। তাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে প্রথমে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভারতের বিমানবাহিনীর একটি মালবাহী বিমানে তাকে দিল্লি-লাগোয়া গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেইজে বিকেল ৫টা ৩৬ মিনিটে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে বোন শেখ রেহানা এবং কয়েকজন কর্মকর্তা ছিলেন। এই এয়ারবেইজেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। 

অজিত দোভাল গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেছিলেন। তখন তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। তবে তার সফরকালে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। পরে বিষয়টি স্বীকার করে ঢাকা।

ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের খবর অনুযায়ী, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিল্লি থেকে তিনি লন্ডনে যেতে পারেন। গতকাল সোমবার রাতেই তার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্য তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তেমন হলে শেখ হাসিনা দিল্লিতেই কয়েক দিন ‘সেইফ হাউসে’ থাকতে পারেন। 

ভারতের আরেক গণমাধ্যম দ্য হিন্দুর এক লাইভে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে থাকা তার বোন শেখ রেহানা ইংল্যান্ডের নাগরিক। তাই তার রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই।

বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি উড়িয়ে আগরতলা নিয়ে যান এয়ার কমান্ডার আব্বাস। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে হাসিনার হেলিকপ্টারটি। কিন্তু পরে জানা যায়, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে রাজধানী-লাগোয়া গাজিয়াবাদের এয়ারবেইজে অবতরণ করেন হাসিনা।

শেখ হাসিনা সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও বাংলাদেশ সংকট নিয়ে এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন।

অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পিএম
অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের
সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।

তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। যা গণতন্ত্র, মানবিধার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে কাজের ব্যবহার হবে। 

তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য।

অঞ্জলি কৌর বলেন, এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভূক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে। এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। আমরা স্বাস্থ্য, শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি। আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি।

অমিয়/

বৃষ্টির যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
বৃষ্টির যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
বৃষ্টিতে পলিথিন মাথায় দিয়ে যাচ্ছেন দুই রিকশাযাত্রী। ছবি: খবরের কাগজ

রাজধানীসহ দেশজুড়ে চলমান বৃষ্টি আজও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার (১৫ সেপ্টম্বর) সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে- স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আগামীকাল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার এই অবস্থা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

অমিয়/

আজ থেকে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম
আজ থেকে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ রবিবার থেকে সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কর্মসূচির আওতায় ১ কোটি পরিবার ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল কিনতে পারবে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি পরিবার ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবে। এসব পণ্য টিসিবির নির্ধারিত ডিলার শপ অথবা সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় তাদের স্থায়ী আউটলেটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। কার্ডহোল্ডাররা মনোনীত ডিলারদের কাছ থেকে ভর্তুকি দেওয়া পণ্য চাল, ভোজ্যতেল ও মসুর ডাল কিনতে পারবেন।

সাবেক এমপি শাহে আলম আটক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ এএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ এএম
সাবেক এমপি শাহে আলম আটক
সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদার

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে আটক করে গুলশান থানায় সোপর্দ করেছেন সাধারণ মানুষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাকে শনিবার রাতে মারধরের পর থানায় দিয়েছে সাধারণ মানুষ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করে জনতা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার গুলশান থানায় আছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা হয়েছে বলে জানা যায়।

বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার চাখারের সৈয়দ আতিকুর রহমান বাপ্পী এ মামলা করেন। 

মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাই ও এক ভাগ্নেসহ ১৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমি অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অমিয়/

সাবেক জনপ্রশাসন মন্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
সাবেক জনপ্রশাসন মন্ত্রী গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত সাড়ে ১২টার ফরহাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, রাজধানীর আদাবর এলাকায় গত ৫ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলার আসামি ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে র‍্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে।

অমিয়/