রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) হেড কোয়ার্টারসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ লাইনসে গতকাল সোমবার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্রাগারে লুটের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা থানাগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর কোতোয়ালি থানা, লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা, ফেনীর দাগনভূঞা ও ছাগলনাইয়া থানা এবং শেরপুর সদর থানা।
এ ছাড়া কুমিল্লায় জেলা পুলিশ লাইনসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ব্যুরো ও প্রতিনিধিরা জানান
রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি করপোরেশন ভবন, রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবন, রাজশাহী মহানগর পুলিশের হেড কোয়ার্টার, আওয়ামী লীগের কার্যালয়, মালোপাড়া পুলিশ ফাঁড়ি, বঙ্গবন্ধু নভোথিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ফরিদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্রাগার লুট
ফরিদপুর কোতোয়ালি থানায় সন্ধ্যার আগে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্রাগার লুট করেছে বিক্ষুব্ধ জনতা। এর আগে থানা থেকে বের হয়ে পুলিশ সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে পুলিশ লাইনসের দিকে যায়। এ সময় দুজন গুলিবিদ্ধ হয় বলেও জানা গেছে। এদিকে মিছিলকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেয়।
কুমিল্লায় জেলা পুলিশ লাইনসে আগুন
কুমিল্লা জেলা পুলিশ লাইনস, সদরের এমপি বাহাউদ্দিনের বাসভবন, মহানগর আওয়ামী লীগ কার্যালয়সহ বেশ কিছু স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় আগুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা পুলিশের ৩টি পিকআপ আগুনে পুড়িয়ে দেয়। অপরদিকে জনতা রামগঞ্জ উপজেলা পরিষদে হামলা চালিয়ে সহকারী কমিশনার ভূমি ও উপজেলা প্রকল্প কর্মকর্তার গাড়ি জ্বালিয়ে দেয়। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, প্রকল্প কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর করে।
ফেনীর দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ
ফেনীর দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে জেলা শহরের আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা, সংসদ সদস্য নিজাম হাজারীর বাসভবন, দলীয় নেতাদের কার্যালয়, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শেরপুরে থানায় আগুন
শেরপুরে জেলা ম্যাজিস্ট্রেটের বাসভবন, সদর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্যের বাড়ি, জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি এবং শ্রীবরদী উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।