রাজধানীর বিভিন্ন এলাকায় পড়ে থাকা আরও ৩০টি লাশ উদ্ধার করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার রাত থেকে বুধবার (৭ আগস্ট) রাত পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী উদ্ভূত সহিংস পরিস্থিতিতে তারা নিহত হয়েছেন।
এর মধ্যে নিহত বাপ্পীর খালাতো বোন খালেদা আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১১ নম্বরে। বাপ্পী কিছুই করতেন না। মঙ্গলবার দুপুরে খবর পান হাতিরঝিলের পানিতে ভাসছে বাপ্পীর লাশ। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করে তারা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বাপ্পীর বাম হাতে গুলির চিহ্ন দেখতে পেয়েছেন। তার ধারণা, আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে মৃত্যু হয় বাপ্পীর।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবারের রাতে নিহত হন ডিএমপি ডিবি উত্তর জোনের পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম, যাত্রাবাড়ীতে নিহত হন আনোয়ার হোসেন নামের এক র্যাব সদস্য। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়। এ ছাড়া রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে মাহফুজুর রহমান নামের এক পুলিশ সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য আনা হয়।
এ বিষয়ে মাহফুজুর রহমানের বড় ভাই আবুল কালাম আজাদ জানান, তাদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার তিলকপুর গ্রামে। মাহফুজ মিরপুর পিএমওতে কর্মরত ছিলেন। গত সোমবার সংসদ ভবন এলাকায় আন্দোলকারীদের হামলায় নিহত হন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনের লাশ আনা হয়। তাদের মধ্যে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে রাখা হয়েছে।