পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের এক্স পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমানে মার্কিন দূতাবাসে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আপনাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার শাখা পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।’
তবে কেন এই কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হলো সে সম্পর্কে কিছু জানায়নি দূতাবাস। এর আগে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে নিজ নাগরিকদের জন্য ‘লেভেল-৪’ মাত্রার সতর্কতা দেওয়া হয়েছিল। এর মানে হলো বাংলাদেশে মার্কিন নাগরিকরা ভ্রমণ করতে পারবে না। নিরাপত্তার অভাবের কথা বলে অত্যাবশ্যকীয় নয় এমন কর্মকর্তাদের দূতাবাস থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। অন্যদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র। যদিও ঢাকার কেন্দ্র সম্প্রতি খুলে দিয়েছে ভারতীয় হাইকমিশন।