ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন পরিদর্শককে বদলি করা হয়েছে। বদলি করা ১৮ জন পুলিশ পরিদর্শক ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ক্ষুব্ধরা। এ সময় থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করলে থানায় ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। এখন পর্যন্ত সারা দেশে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ সদর দপ্তর মঙ্গলবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া ৫টি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত এবং প্রয়োজনীয় আসবাবপত্রসহ সব ধরনের সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই ৫টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।