সাম্প্রতিক কোটা আন্দোলনে ঢাকাসহ সারাদেশে থানা ও ফাঁড়িগুলো থেকে যে অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে তা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও র্যাব।
বুধবার (১৪ আগস্ট) পুলিশ সদর দপ্তর ও র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ৩০৯টি, গুলি ৬২৫৮ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ৩১৮, টিয়ার গ্যাস গ্রেনেড ২, ও সাউন্ড গ্রেনেড ৯টি উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, অদ্যাবধি লুন্ঠনকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৯৭ টি অস্ত্র, ৬৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব ফোর্সেস। গত ৫ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।
এরপর র্যাব ৭- ৩৫টি অস্ত্র, ২৭৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি সাউন্ড গ্রেনেড ও ৫টি ম্যাগাজিন উদ্ধার করে। র্যাব ১০ - ৯ টি অস্ত্র, ৬৬১ রাউন্ড গোলাবারুদ, ৯টি সাউন্ড গ্রেনেড ও মাল্টিটিয়ার গ্রেনেড এবং ১০টি ম্যাগাজিন উদ্ধার করে। র্যাব ১১ - ১০ টি অস্ত্র, ৭৭ রাউন্ড গোলাবারুদ, ৪ টি সাউন্ড গ্রেনেড ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করে। র্যাব ১২- ৪৩টি অস্ত্র, ৫৫৫৯ রাউন্ড গোলাবারুদ ও ১১টি ম্যাগাজিন উদ্ধার করে। র্যাব মোট ৯৭টি অস্ত্র, ৬৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুন্ঠনকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখবে র্যাব।
আল-আমিন/অমিয়/