রাজধানীর ওয়ারীর হাটখোলা এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। নিহতরা হলেন, বিএনপি নেতা আল আমিন ভূঁইয়া (৪৫) ও তার ভাই নুরুল আমিন ভূঁইয়া (৩৫)।
বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে ওয়ারী হাটখোলার ফকির বানু টাওয়ারের পাশের গলিতে এ ঘটনাটি ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতরা ওয়ারীর ২নং কে এম দাস লেনের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে।
হত্যার অভিযোগ করে নিহতের বড় ভাই রুহুল আমিন জানান, আমার ছোট ভাই আল আমিন ওয়ারী থানা বিএনপি মূল দলের জয়েন্ট সেক্রেটারি পাশাপাশি একটি পত্রিকায় কাজ করতো। আরেক ছোট ভাই নুরুল আমিন পাঠাও মোটরসাইকেল চালক ছিল। আমরা খবর পাই আমার দুই ভাইকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে ওয়ারীর হাটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার দুই ভাই আর বেঁচে নেই।
তিনি আরও জানান, কারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমরা এখনও কিছু বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আল-আমিন/এমএ/