বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগ দাবিতে আলটিমেটাম দিয়েছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি বিইআরসি আইন-২০০৩ অনুযায়ী কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ, যুগোপযোগী ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলারও দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার মধ্যে পদত্যাগ না করলে ১৮ আগস্ট থেকে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, এই খাতে ব্যবস্থাপনা, ট্যারিফ নির্ধারণে স্বচ্ছতা আনা, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, সেবার মান উন্নয়ন, সর্বোপরি এ খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ (২০০৩ সালের ১৩ নং আইন)-এর মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে বিইআরসি প্রতিষ্ঠা করা হয়। তবে ওই আইন লঙ্ঘন করে বিগত সরকার শুধু রাজনৈতিক বিবেচনায় কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিয়েছে। এর ফলে বিগত সরকারের লেজুড়বৃত্তির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি।