শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত শিক্ষবিদদের সংগঠন ‘বাংলাদেশি অরিজিন একাডেমিকস ওয়ার্ল্ডওয়াইড’।
বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে অন্তবর্তী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
বিবৃতিতে বলা হয়- বিশ্বজুড়ে বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং গবেষকবৃন্দ তাদের "বাংলাদেশি অরিজিন একাডেমিকস ওয়ার্ল্ডওয়াইড" প্লাটফর্মের পক্ষ থেকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন। ১৫টি দেশ থেকে সর্বমোট ১০৪ জন শিক্ষক এবং গবেষকবৃন্দ স্বাক্ষর করেছেন। যেখানে রয়েছে জাপান (২৮ জন), অস্ট্রেলিয়া (১৭ জন), যুক্তরাষ্ট্র (১৬ জন), দক্ষিণ কোরিয়া (১৫ জন), মালয়েশিয়া (১৩ জন), যুক্তরাজ্য (৩ জন), চীন (হংকং) (২ জন), নরওয়ে (২ জন), সুইডেন (১ জন), সৌদি আরব (১ জন), কানাডা (১ জন), ইন্দোনেশিয়া (১ জন), নেদারল্যান্ড (১ জন), তুরস্ক (১ জন), এবং কাতার (১ জন) শিক্ষাবিদ।
অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বলা হয়- যারা বাংলাদেশের জাতীয় মুক্তি ও গণতন্ত্রের জন্য তরুণদের সাহসী আন্দোলন এবং সাধারণ জনগণের প্রতিবাদে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। অভিজ্ঞ এবং উদীয়মান নেতাদের সমন্বয়ে গঠিত এই নতুন সরকারের নেতৃত্বে দেশের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে। আমরা বিশ্বাস করি, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অবশ্যই সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে প্রয়োজনীয় সংস্কারগুলি বাস্তবায়ন করবে। আপনারা (উপদেষ্টাবৃন্দ) স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং অন্তর্ভুক্তি বজায় রেখে সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন।
তারা বলেন, ন্যায়বিচার, গণতন্ত্র এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের সাহসী তরুণ প্রজন্মের এই অপরিসীম আত্মত্যাগের কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতির প্রতি তাদের এই দৃঢ় প্রতিশ্রুতি আমাদের দেশের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের পথকে আরও প্রশস্ত করেছে। তাদের স্বপ্ন ও আদর্শকে সম্মানিত করার জন্য আমাদের সম্মিলিত প্রত্যাশা যে, নতুন সরকার সেই আদর্শকে বাস্তবায়িত করবে।
বিবৃতিতে আরও বলা হয়- আমরা আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সরকারকে সহায়তা করতে প্রস্তুত, যাতে আমাদের প্রিয় দেশের জন্য উন্নত এবং সুশাসনের পথ সুগম হয়। শিক্ষা, উদ্ভাবন, এবং সততার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা সকলেই একত্রিতভাবে কাজ করতে চাই।
শফিকুল ইসলাম/এমএ/