দেশের বিভিন্ন সড়কে নিয়মশৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা। কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম এবং প্রশিক্ষণ ছাড়া সড়কে নেমে নানা ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এ পরিস্থিতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যয়নরত শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা এগিয়ে এসেছেন। তারা বলছেন, সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত এসব শিক্ষার্থীকে তারা ট্রাফিক সিস্টেম নিয়ে প্রশিক্ষণ দেবেন। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) এতে সহযোগিতা করবে।
এআরআইয়ের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক জানান, বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ‘রিফর্ম বাংলাদেশ: ইনটেলিজেন্ট অ্যান্ড সেফ মোবিলিটি ফর অল’ নামে অলাভজনক প্রকল্প শুরু করেছেন। গত ৭ আগস্ট থেকে এই প্রকল্পের আওতায় তারা শিক্ষার্থীদের জন্য সেফটি ভেস্ট, ট্রাফিক বাটন, লেজার লাইট, বাঁশি, ছাতা এবং গ্লুকোজ সরবরাহ করছেন। স্থানে-স্থানে শিক্ষার্থীদের খাদ্য সরবরাহের কাজটিও করেছেন।
এআরআইয়ের শিক্ষক অধ্যাপক ড. এস এম সোহেল মাহমুদ এবং ড. আরমানা সাবিহা হক মোড়ে মোড়ে শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও নিরাপত্তা নিয়মকানুন নিয়ে ব্রিফ করেছেন। এখন পর্যন্ত বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, সাইন্সল্যাব, ধানমন্ডি, ফার্মগেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, টেকনিক্যাল, মিরপুর, বাড্ডা ও বনানী এলাকায় বুয়েট শিক্ষার্থী ও শিক্ষকরা কাজ করছেন বলে জানা গেছে।
আরমানা সাবিহা হক বলেন, নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীরা যেন ট্রাফিক সংক্রান্ত সমস্যা সমাধানে একে অপরকে সহায়তা করতে পারে সে ব্যাপারেও আমরা তাদের গাইড করছি। কারণ আমরা বিশ্বাস করি, একমাত্র ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা বর্তমান সরকারের অত্যাবশ্যক কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ।’
জয়ন্ত/এমএ/