বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়।’
গত বছরের ডিসেম্বরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্তের মতো’ পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন কি সেই ‘বাংলা বসন্ত’?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।’
এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে প্রভাব পড়বে না। মুক্তিযুদ্ধের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা আমাদের আছে। তবে তাদের ওপর যেহেতু নিষেধাজ্ঞা আছে, সে জন্য সেটিকে পাশ কাটিয়ে যতটুকু যেভাবে কাজ করা যায়, সেভাবেই করব। রূপপুরের কাজ যেহেতু অনেক দূর এগিয়েছে, তাই সেটার ফল তো আমাদের পেতেই হবে। কাজে কোনো বিরূপ প্রভাব পড়বে না।’