আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করা ১৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত অধ্যাপকরা ছাড়া বাকিদের পূর্বের পদে যোগদান করতে সম্মতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
সাধারণ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
ইআবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তার পদত্যাগ চেয়ে মানববন্ধন করেন। পদত্যাগের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের আবেদন করেছেন বলে জানা গেছে।
রাবির আরও ৭ হল প্রাধ্যক্ষের পদত্যাগ
এদিকে আমাদের রাজশাহী ব্যুরো জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরও সাতটি হলের প্রাধ্যক্ষ ও ২৪ জন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
পদত্যাগ করা হল প্রাধ্যক্ষরা হলেন বেগম রোকেয়া হলের ড. জয়ন্তী রানী বসাক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ড. ফারজানা কাইয়ুম কেয়া, রহমতুন্নেসা হলের ড. হাসনা হেনা, শহিদ জিয়াউর রহমান হলের ড. মো. নাসিরুদ্দিন, বেগম খালেদা জিয়া হলের ড. হোসনে আরা খানম, মন্নুজান হলের ড. রাশিদা খাতুন ও তাপসী রাবেয়া হলের ড. জুয়েলী বিশ্বাস।
এ ছাড়া রোকেয়া হলের ৫ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ২ জন, রহমাতুন্নেসা হলের ২ জন, শহিদ জিয়াউর রহমান হলের ৪ জন, তাপসী রাবেয়া হলের ৪ জন, বেগম খালেদা জিয়া হলের ৩ জন এবং মন্নুজান হলের ৪ জনসহ এই সাত হলের মোট ২৪ জন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীর, প্রক্টর আসাবুল হকসহ বর্তমান প্রশাসনের ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন।