প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কাজ চলমান থাকায় আগামী শনিবার মেট্রোরেল পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট লিমিটেড (ডিএমটিসিটলএল)৷
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ডিএমটিসিএলের কোম্পানি মো. আবদুর রউফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে৷
গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা৷ সেদিন মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা৷ এরপর মেট্রোরেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ডিএমটিসিএল।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকের পরে সড়ক ও মহাসড়ক বিভাগের সদ্য সাবেক সচিব জানিয়েছিলেন, আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল পরিচালনা করা যাবে৷ গত মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল পরিচালনার কথাও জানিয়েছিলেন তিনি৷ তবে তা না হওয়ায় মেট্রোরেল চলাচল নিয়ে ধোঁয়াশা কাটছিলো না৷ সবশেষে বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল নিজেদের অবস্থান ব্যাখ্যা করে৷
এতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) ট্রেন চলাচলে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন। অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।
ডিএমটিসিএল বলছে, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ব্যতীত অপর ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রোরেল পুনরায় চালু করা হবে৷ এখন মেট্রোরেল সিস্টেম ও মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
জয়ন্ত সাহা/এমএ/