সাভারের আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো আজও শ্রমিক অসন্তোষের মুখে প্রায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত রয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয়পাশে অবস্থিত এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ গণমাধ্যমকে বলেন, ‘আজ (বুধবার) সকালে স্বাভাবিক নিয়মে কারখানায় যায় শ্রমিকরা। কিন্তু কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরে শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানাতেও ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ার ছোট-বড় অন্তত ৬০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।’
জিরাবো এলাকায় সরেজমিনে দেখা যায়, কারখানা ছুটি ঘোষণা করা হলেও বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম খবরের কাগজকে বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের মুখে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে হা-মীম, শারমীনসহ অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন। শ্রমিকরা এখনো সড়কে রয়েছেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গত কয়েকদিন ধরে তৈরি পোশাক কারখানাগুলোতে সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। তবে গতকাল (মঙ্গলবার) পোশাকশিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরুর ঘোষণা আসার পর আজ সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আবারও অসন্তোষ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে গতকাল বিকেলেই সৃষ্ট বিশৃঙ্খলার কারণে এই অঞ্চলের অন্তত ৭০টি পোশাক কারখানার সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ইমতিয়াজ/ইসরাত চৈতী/অমিয়/