ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোহাম্মদ স্বপন (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. মেহেদী হাসান জানান, স্বপন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম ইদু মিয়া। তবে কী মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আল-আমিন/সালমান/

দুর্গাপূজার ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:১২ পিএম
দুর্গাপূজার ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকার শারদীয়া দুর্গাপূজার ছুটি আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম বলেন, দুর্গাপূজার ছুটি এ বছর একদিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

দেশি বিদেশি চক্রান্ত নিয়ে মাহফুজ আলম বলেন, ‘দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।’

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় যদি বৃহস্পতিবার যুক্ত হয়, তাহলে দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পাচ্ছেন দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবীরা।

অমিয়/

বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:২১ এএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১১:২৪ এএম
বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
কুমিল্লা সীমান্তে ভারতের কাটাতারের বেড়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।  

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। 

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে বিএসএফ অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায়। 

লে. কর্নেল ইফতেখার হোসেন জানান, ভারতের অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ মরদেহ নিয়ে গেছে। ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। আজ দুপুর ১টার দিকে আমাদের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে। 

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাব।

অমিয়/

ভাষাসৈনিক মতিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:০১ এএম
ভাষাসৈনিক মতিনের মৃত্যুবার্ষিকী আজ
ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৪ সালের আজকের এই দিনে ৮৮ বছর বয়সে তিনি মারা যান। আব্দুল মতিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বস্তরের জনতা তার নেতৃত্বে ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়। ভাষার জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক লাভ করেন।

ভাষা শহিদ আব্দুল মতিনের জন্ম ১৯২৬ সালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ধুবালিয়া গ্রামে। তিনি রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

ভাষা আন্দোলন-পরবর্তী আব্দুল মতিন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ছাত্র ইউনিয়ন গঠনে ভূমিকা রাখেন এবং সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি গঠনেও সক্রিয় ছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি ওয়ার্কার্স পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলন নিয়ে তার তিনটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো ‘ভাষা আন্দোলনের ইতিহাস’, ভাষা আন্দোলন কী এবং কেন’ এবং ‘বাঙালি জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন’। তার আত্মজীবনীর নাম ‘জীবন পথের বাঁকে বাঁকে’।

৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১১:৩৫ পিএম
৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন
মন্ত্রিপরিষদ বিভাগ (খবরের কাগজ গ্রাফিকস)

রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রীয়াজকে প্রধান করে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের (সদস্য), বার-অ্যাট-ল ইমরান সিদ্দিকী (সদস্য), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক (সদস্য), সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া (সদস্য), বার-অ্যাট-ল এম মঈন আলম ফিরোজী (সদস্য), লেখক ফিরোজ আহমেদ (সদস্য), লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ (সদস্য), শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম (সদস্য)।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে এ কমিশন গঠন করা হয়েছে।

এতে বলা হয়, গতকাল ৬ অক্টোবর থেকে সংবিধান সংস্কার কমিশন কার্যক্রম শুরু করে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের (৩ মাস) মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাজে হস্তান্তর করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার কমিশন কার্যালয় নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত পদমর্যাদা, বেতন/সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন। তবে কমিশনপ্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে, তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

সালমান/

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৮

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ পিএম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৮
ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে (খবরের কাগজ গ্রাফিকস)

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী।

সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৮০৮ জন। কয়েক দিন ধরে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমে এলেও সংক্রমণ না কমায় সব জায়গায় অ্যালার্ট জারি করেছে সরকার।

সোমবার মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪, ঢাকা উত্তর সিটিতে ২৫৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৯, খুলনা বিভাগে ৯১ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১, রংপুর বিভাগে ৩৪ এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। 

সোমবার সারা দেশে ১ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর এ বছর মোট ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ২৪১ জন রোগী।