ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে চালু হয়েছে ই-পাসপোর্ট পরিষেবা

রিয়াদে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

দূতাবাস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বিশিষ্টজনের পাশাপাশি পেশাজীবী ও গণমাধ্যম প্রতিনিধিসহ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে ই-পাসপোর্ট উদ্যোগের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন বাংলাদেশে ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

প্রেজেন্টেশনের পর, কারিগরি দল প্রক্রিয়া ও সুবিধাসহ ধারণা পরিষ্কার করতে নতুন ই-পাসপোর্ট সিস্টেম সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

ই-পাসপোর্ট পরিষেবার প্রবর্তন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে পাসপোর্ট লাভের সেবা উল্লেখযোগ্যভাবে সহজ ও এর দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম
সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি
দেশের ডিমের চাহিদা পূরণে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ছবি: খবরের কাগজ

প্রাণিসম্পদ অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার৷ 

মঙ্গলবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়৷

প্রাথমিকভাবে সাতটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক কোটি পিস করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়৷

এর মধ্যে মেসার্স মীম এন্টারপ্রাইজকে এক কোটি পিস, মেসার্স তাওসিন ট্রেডার্সকে এক কোটি পিস, মের্সাস সুমন ট্রেডার্সকে ২০ লাখ পিস, আলিফ ট্রেডার্সকে ৩০ লাখ পিস, হিমালয়কে এক কোটি পিস, মের্সাস প্রাইম কেয়ার বাংলাদেশকে ৫০ লাখ পিস এবং মের্সাস জামান ট্রেডার্সকে ৫০ লাখ পিস ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে৷ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় ৫ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। 

এ আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বহাল থাকবে।

আবদুল্লাহ আল মামুন/অমিয়/

সুন্দরবনে বাঘ বৃদ্ধির হার ৯.৬৫ শতাংশ: পরিবেশ উপদেষ্টা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:১০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম
সুন্দরবনে বাঘ বৃদ্ধির হার ৯.৬৫ শতাংশ: পরিবেশ উপদেষ্টা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সুন্দরবনে ২০২৪ সালে বাঘের সংখ্যা ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ২০২৩-২৪ সালে সুন্দরবনের জাতীয় পশু বাঘ জরিপে ১২৫টি বাঘ পাওয়া গেছে। প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ২ দশমিক ৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে বাঘের সংখ্যা ৯ দশমিক ৬৫ শতাংশ  এবং ২০১৫ সালের তুলনায় ১৭ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সুন্দরবন বাঘ জরিপ ২০২৪’-এর ফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ ছিল, আর ঘনত্ব ছিল ২ দশমিক ১৭। ২০১৮ সালে ১১৪টি বাঘ পাওয়া যায়, আর ঘনত্ব ছিল ২ দশমিক ৫৫। ২০১৮ সালে বাঘের সংখ্যা ৮টি বেড়েছিল এবং বৃদ্ধির হার ছিল প্রায় ৮ শতাংশ।

তাছাড়া, ২০২৩-২৪ সালের জরিপে ২১টি বাঘে শাবকের ছবি পাওয়া গেছে, তবে শাবকদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ ছোট বয়সে শাবকের মৃত্যুর হার অনেক বেশি। ২০১৫ ও ২০১৮ সালে মাত্র ৫টি শাবকের ছবি পাওয়া গিয়েছিল।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জরিপের ছবি ও তথ্য বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়। এ কাজে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়। জরিপটি ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৪ সালের মার্চে শেষ হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রিডে এক হাজার ২১০টি ক্যামেরা ৩১৮ দিন রেখে দেওয়া হয়, যার মধ্যে ৩৬৮টি গ্রিডে বাঘের ছবি পাওয়া যায়। প্রায় ১০ লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে সাত হাজার ২৯৭টি বাঘের ছবি পাওয়া যায়। এত বেশিসংখ্যক বাঘের ছবি এর আগে পাওয়া যায়নি।

বাঘের সংখ্যা বৃদ্ধির এই খবর দেশের সবার জন্য আনন্দের জানিয়ে তিনি বলেন, বাঘ সংরক্ষণে সরকার ৫৩ দশমিক ৫২ শতাংশ বন রক্ষিত এলাকা ঘোষণা, ৬০ কিলোমিটার নাইলন ফেন্সিং, ১২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ, ক্ষতিপূরণ ও পুরস্কার প্রদান এবং ৪৯টি ভিলেজ টাইগার রেসপনস টিম গঠনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমএ আজিজ, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং প্রকল্প পরিচালক ড. আবু নাসের মোহসিন হোসেন প্রমুখ।

অমিয়/

দুর্গাপূজার ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম
দুর্গাপূজার ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকার শারদীয়া দুর্গাপূজার ছুটি আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম বলেন, দুর্গাপূজার ছুটি এ বছর এক দিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

দেশি-বিদেশি চক্রান্ত নিয়ে মাহফুজ আলম বলেন, ‘দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।’

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় যদি বৃহস্পতিবার যুক্ত হয়, তা হলে দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পাচ্ছেন দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবীরা।

অমিয়/

বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:২১ এএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পিএম
বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
কুমিল্লা সীমান্তে ভারতের কাটাতারের বেড়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।  

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। 

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে বিএসএফ অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায়। 

লে. কর্নেল ইফতেখার হোসেন জানান, ভারতের অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ মরদেহ নিয়ে গেছে। ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। আজ দুপুর ১টার দিকে আমাদের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে। 

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাব।

অমিয়/

ভাষাসৈনিক মতিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:০১ এএম
ভাষাসৈনিক মতিনের মৃত্যুবার্ষিকী আজ
ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৪ সালের আজকের এই দিনে ৮৮ বছর বয়সে তিনি মারা যান। আব্দুল মতিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বস্তরের জনতা তার নেতৃত্বে ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়। ভাষার জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক লাভ করেন।

ভাষা শহিদ আব্দুল মতিনের জন্ম ১৯২৬ সালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ধুবালিয়া গ্রামে। তিনি রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

ভাষা আন্দোলন-পরবর্তী আব্দুল মতিন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ছাত্র ইউনিয়ন গঠনে ভূমিকা রাখেন এবং সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি গঠনেও সক্রিয় ছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি ওয়ার্কার্স পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলন নিয়ে তার তিনটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো ‘ভাষা আন্দোলনের ইতিহাস’, ভাষা আন্দোলন কী এবং কেন’ এবং ‘বাঙালি জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন’। তার আত্মজীবনীর নাম ‘জীবন পথের বাঁকে বাঁকে’।