৫ আগস্ট সরকার পতনের পর এই প্রথম পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু ১ অক্টোবর এবং শেষ সময় ১৫ অক্টোবর। আর সাব-ইন্সপেক্টর পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। বৈষম্যবিরোধী আন্দোলনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এতে থানাগুলো থেকে চলে যায় পুলিশ। ট্রাফিকও সড়কে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকে। এতে পুলিশের মনোবলে চিড় ধরে।
পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এইচআর শাখা সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবলে নেওয়া হবে প্রায় ৪ হাজার ২০০ জন। আর এসআই নেওয়া হবে প্রায় ১ হাজারের মতো। পুলিশের এই পদ বাড়তে পারে আবার কমতেও পারে। আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ডিসেম্বরের শেষ নাগাদ নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন। পুলিশের সদস্য নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সঙ্গে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কারও বিরেুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর গতকাল রাতে খবরের কাগজকে জানান, পুলিশ কনস্টেবল ও এসআই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের পর ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে। সেই খালি পদ পূরণের চেষ্টা চলছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পদায়ন অব্যাহত রেখেছে পুলিশ সদর দপ্তর।
সূত্র জানায়, কনস্টেবল নিয়োগে এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে। মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।
যেভাবে আবেদন করা যাবে: প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদন ফি: আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।
এ ছাড়া বাংলাদেশ পুলিশে ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষ হতে হবে। বয়স ১৯-২৭ বছর।