ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০১ পিএম
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের
নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যাদুর্গতদের সহায়তা দিয়েছে ইউএই রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড। ছবি: সংগৃহীত

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০-এরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড।

বন্যাদুর্গতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই সময়োপযোগী উদ্যোগটি বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসের অধীনস্ত ইউএই এইড অফিস থেকে সরাসরি সমন্বয় করা হয়। 

এ উদ্যোগের আওতায় প্রতিটি পরিবার ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ এবং প্রয়োজনীয় মসলার প্যাকেটসহ মোট ৭১ কেজি ওজনের ত্রাণ প্যাকেজ পেয়েছে। এই প্যাকেজটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাজানো হয়েছে। স্থানীয় জনসাধারণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সমাবেশে হামলায় জড়িতদের বিচার দাবি নাট্যকর্মীদের

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম
সমাবেশে হামলায় জড়িতদের বিচার দাবি নাট্যকর্মীদের
ছবি: সংগৃহিত

রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের ইস্যুতে যে অস্থিরতা চলছে, তা দ্রুত নিরসন করে নাট্যচর্চায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন নাট্যকর্মীরা। নাট্যচর্চায় বাধা দেওয়া দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবিও জানিয়েছেন তারা।


গতকাল শনিবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। এ সময় অভিনেতা, নির্দেশক, নাট্যকারসহ মঞ্চশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ঝুনা চৌধুরী, মাসুম রেজা, আকতারুজ্জামান, তপন হাফিজ, ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলম।


কামাল বায়েজিদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে নাট্যচর্চা চালিয়ে যেতে চাই। কিন্তু বিক্ষোভের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি শিল্প-সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। তাই নাট্য প্রদর্শনী চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা চাই।’ 


তিনি বলেন, নাটকের সঙ্গে সম্পৃক্ত নয় ও কোনো প্ল্যাটফর্ম বা সুনির্দিষ্ট পরিচয় নেই এমন কয়েকজন ব্যক্তি গত ২ নভেম্বর হুমকি দিয়ে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধ করেছে। এদের ‘দুষ্কৃতকারী’ হিসেবে উল্লেখ করে কামাল বায়েজিদ বলেন, তারা শুক্রবার বাংলাদেশ গ্রুপ থিয়েটারের প্রতিবাদ সমাবেশে হামলা করেছে। বিক্ষোভকারী নামধারীর এসব উচ্ছৃঙ্খল ব্যক্তির অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে নাট্যচর্চায় সংকট নেমে এসেছে। ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের শাস্তির আওতায় এনে শিল্প-সংস্কৃতিচর্চার সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ জানান কামাল। তবে সেই পরিবেশ সৃষ্টি না হলে আগামী ১৫ নভেম্বর রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিবাদ সমাবেশ করবে বলে জানানো হয়।


সংবাদ সম্মেলনে নাট্যকর্মীরা অভিযোগ করেন, গত শুক্রবার শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশে নাট্যজন মামুনুর রশীদ বক্তব্য রাখছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতকারী দুদকের গেটের দিক থেকে সমাবেশ লক্ষ্য করে ইট ও ডিম ছুড়ে মারে। এতে অনেকে আঘাতপ্রাপ্ত হন। এ সময় দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ‘যথাযথ দায়িত্ব পালন করেননি’। এতে নাটক দেখতে আসা অনেক দর্শক শিল্পকলা একাডেমি ছেড়ে যান।

সংবাদ সম্মেলনের বাইরে বিক্ষোভ, ৪ জন থানায়


এদিকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংবাদ সম্মেলন চলাকালে শিল্পকলা একাডেমির মেইন গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন ১০ থেকে ১৫ জন বিক্ষোভকারী। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আবু সাঈদ মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধ’, ‘তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ’। তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা ‘সাধারণ জনতা’ বলে নিজেদের পরিচয় দেন। তবে তারা নিজেদের নাম বলতে রাজি হননি। তাদের একজন এ সময় বলেন, ‘আমি সংস্কৃতি অঙ্গনের কেউ না। তবে দেশ নাটকের এহসান বাবু আওয়ামী লীগের দালাল। আমাদের উপদেষ্টাদের নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দিয়েছে। আমরা তার নাটক এখানে করতে দেব না।’


এহসান বাবুর কোনো নাটক তিনি দেখেছেন কি না বা কোনো সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কি না প্রশ্নে তিনি  বলেন, ‘আমি মালিবাগে থাকি, সংস্কৃতি অঙ্গনের কেউ না।’ পরে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানোদের মধ্য থেকে চারজনকে রমনা থানায় নিয়ে যায় পুলিশ। 
নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আরণ্যক নাট্যদল ‘কম্পানি’ নাটকের প্রদর্শনী বাতিল করেছে।

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ২৪ ঘন্টা, অচল মহাসড়ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:০৭ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ২৪ ঘন্টা, অচল মহাসড়ক
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাকশ্রমিকরা। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ছবি: খবরের কাগজ

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড গ্রুপের পোশাক করখানার শ্রমিকরা প্রায় ২৪ ঘন্টা যাবত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান।

তিনি জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন ২৪ ঘণ্টার বেশি অতিবাহিত হয়ে গেছে। মহাসড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে। এ কারণে মহাসড়কের উভয় পাশে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, অবরোধের ফলে এই মহাসড়কে চলাচলকারীরা বিকল্প পথে চলাচল করছে।

এ ছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধে করে ট্রাফিক আপডেট দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে লাঠিসোটা হাতে কিছু বহিরাগত যোগ দিয়েছে। অবরোধের জায়গার উভয় পাশে দীর্ঘ যানজটে আটকে পড়ে বিভিন্ন যানবাহন।এর মধ্যে ট্রাকগুলোতে পচনশীল পণ্যও রয়েছে। যাত্রীবাহী বাসগুলো থেকে যাত্রীরা নেমে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেছে। ফলে অনেক যানবাহন যাত্রীশূণ্য অবস্থায় আটকে রয়েছে।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে দুরপাল্লার যানবাহন কম চলাচল করছে। স্বল্প দুরত্বের লোকাল পরিবহন চলাচল করলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলছেন যাত্রীরা।

সকালে রাজধানীর উদ্দেশ্যে যেতে মাওনা চৌরাস্তায় দুরপাল্লার বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ষাটোর্ধ্ব আব্দুল কাদির। তিনি জানান, সকাল থেকে ঢাকায় যেতে দাঁড়িয়ে রয়েছেন। জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ১৫০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু অন্যান্য বাসগুলো জানাচ্ছে, রাজেন্দ্রপুর পর্যন্ত যাওয়া যাবে। বাকি রাস্তায় যানজট। এখন বেশ চিন্তায় আছি। 

পলাশ প্রধান/অমিয়/

কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১০:৫০ এএম
কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
খবরের কাগজ গ্রাফিকস

গাজীপুরের কালিয়াকৈরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ২টা ৪০মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (১০ নভেম্বর) সকালে নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে। তারা টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন।

এসআই শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। পথে তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পলাশ প্রধান/অমিয়/

আইসিএসসির সদস্য নির্বাচিত রাষ্ট্রদূত আব্দুল মুহিত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩২ এএম
আইসিএসসির সদস্য নির্বাচিত রাষ্ট্রদূত আব্দুল মুহিত
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত আইসিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার(৮ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ, চীন ও দক্ষিণ কোরিয়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বাংলাদেশ ও চীন বিজয়ী হয়। 

রাষ্ট্রদূত মুহিত বলেন, বাংলাদেশের এই জয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যোগ্য নেতৃত্বে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা ও বিশ্বাস এবং জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানেরই স্বীকৃতি। আইসিএসসি হলো জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। এ কমিশন জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ প্রদান, কর্মীদের প্রাপ্যতাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সুপারিশ করার কাজ সম্পাদন করে থাকে।

রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন এবং বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকোনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এবং ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ার, ইউএন উইমেনের এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।

রাজধানীর যেসব স্থানে আজ থেকে সুলভ মূল্যে বিক্রি হবে ডিম

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৫ এএম
রাজধানীর যেসব স্থানে আজ থেকে সুলভ মূল্যে বিক্রি হবে ডিম
পাইকারি দোকানে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ডিম। ছবি: খবরের কাগজ

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরশেনর ১৩টি স্থানে উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে দৈনিক ২০ লাখ ডিম সরবরাহ করা হবে।

রবিবার (১০ নভেম্বর) থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং দুই সিটি করপোরশেনর তত্ত্বাবধানে দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলক এ কার্যক্রম  চলবে।

ঢাকা উত্তর সিটি করপোরশেনের (ডিএনসিসি) তেজগাঁও বাজার,  মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাংরোডসহ মোট ১৩টি স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ২০ লাখ ডিমের মধ্যে তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন সাড়ে ছয় লাখ করে মোট ১৩ লাখ এবং অবশিষ্ট ১১টি বাজারে মোট সাত লাখ ডিম সমানুপাতিক হারে বন্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে।

ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান (ফার্ম ও কর্পোরেট), অ্যাজেন্ট-ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গত ৬ নভেম্বর ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় হয়। 

অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সাংবাদিকদের জানান, মতবিনিময় সভায় পরীক্ষামূলকভাবে ডিম সরবরাহ করার সিদ্ধান্তের পাশাপাশি চাহিদা কম থাকাকালীন সময়ে ডিম সংরক্ষণের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ডিম সংরক্ষণ সংক্রান্ত খসড়া নীতিমালা প্রণয়নের জন্য কাজ সম্পর্কে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সংকট কাটাতে সরকার আমাদের ডিম আমদানির অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্ত প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লক্ষ্য হচ্ছে, ভবিষ্যতে অভ্যন্তরীণ বাজার থেকেই দেশের চাহিদা সম্পূর্ণভাবে মেটানো, যেটা আমাদের পক্ষে সম্ভব বলে আমরা মনে করি।’

অমিয়/