ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

পুলিশে নিয়োগ হচ্ছে নতুন জনবল

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩৬ পিএম
পুলিশে নিয়োগ হচ্ছে নতুন জনবল
খবরের কাগজ গ্রাফিকস

৫ আগস্ট সরকার পতনের পর এই প্রথম পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু ১ অক্টোবর এবং শেষ সময় ১৫ অক্টোবর। আর সাব-ইন্সপেক্টর পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। বৈষম্যবিরোধী আন্দোলনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এতে থানাগুলো থেকে চলে যায় পুলিশ। ট্রাফিকও সড়কে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকে। এতে পুলিশের মনোবলে চিড় ধরে। 

পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের এইচআর শাখা সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবলে নেওয়া হবে প্রায় ৪ হাজার ২০০ জন। আর এসআই নেওয়া হবে প্রায় ১ হাজারের মতো। পুলিশের এই পদ বাড়তে পারে আবার কমতেও পারে। আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ডিসেম্বরের শেষ নাগাদ নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন। পুলিশের সদস্য নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সঙ্গে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কারও বিরেুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর গতকাল রাতে খবরের কাগজকে জানান, ‌পুলিশ কনস্টেবল ও এসআই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের পর ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে। সেই খালি পদ পূরণের চেষ্টা চলছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পদায়ন অব্যাহত রেখেছে পুলিশ সদর দপ্তর। 

সূত্র জানায়, কনস্টেবল নিয়োগে এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে। মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। 

সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

যেভাবে আবেদন করা যাবে: প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আবেদন ফি: আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে। 

এ ছাড়া বাংলাদেশ পুলিশে ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষ হতে হবে। বয়স ১৯-২৭ বছর।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজ রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এর আগে গত ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ হয়েছিল।

অমিয়/

গাজীপুরে ৩০ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
গাজীপুরে ৩০ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
গাজীপুরে সার্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি: খবরের কাগজ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলমান শ্রমিক বিক্ষোভের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের বেতনের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তাদের একটাই কথা, বেতন না পাওয়া পর্যন্ত তারা হাইওয়ে ছাড়বে না। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনসহ মালিককের সঙ্গে কথা বলে শ্রমিকদের একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সর্বশেষ তাদের (শ্রমিকদের) বেতন পরিশোধ করার কথা বলা হয়। মালিকপক্ষকে একাধিকবার সময় দেওয়া হয়েছিল, কিন্তু উনারা বারবার বেতন পরিশোধে ব্যর্থ হয়েছেন, যে কারণে শ্রমিকরা এখন আর আমাদের কথা আর বিশ্বাস করে না।’

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

সাদিয়া নাহার/

আবহাওয়ার পূর্বাভাস: তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
খবরের কাগজ গ্রাফিকস

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ পূর্বাভাস জানানো হয়।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

অমিয়/

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।

বিজিবির পাশাপাশি পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সারাদেশে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

গতকাল শনিবার আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে শহিদ নূর হোসেন দিবস পালনের ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের জিরো পয়েন্টে আসার আহ্বান জানায়। আর তাদের প্রতিহত করতে পাল্টা সমাবেশ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

এর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সূষ্টি হয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সঙ্গে টহল দিচ্ছে সেনাবাহিনীও।

সার্বিক পরিস্থিতিতে অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশের জলকামান প্রস্তুত রাখা হয়েছে। সেইসঙ্গে সাদা পোশাকে পুলিশও মোতায়েন রয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর টহলও রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর এদিনই প্রথমবারের মতো কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।

অমিয়/

শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি হবে: আইন উপদেষ্টা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:২২ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি হবে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

রবিবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেওয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।’

আসিফ নজরুল আরও বলেন, ‘এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লেখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্টহীনতামূলক মামলা কোনোভাবেই এটার রিট হওয়ার কোনো কারণ নাই। এটা ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এই মামলাটা করেছে।’

অমিয়/