ঢাকা ২৬ কার্তিক ১৪৩১, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ
ড. শেখ আব্দুর রশিদ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। 

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব পদটি জনপ্রশাসনে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদ।

অবসরে থাকা ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। অবসর থেকে চুক্তিতে প্রশাসনে ফিরে আসার দুই মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিপরিষদ সচিব হলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. শেখ আব্দুর রশিদকে যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর ২০২৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

প্রসঙ্গত, বর্তমানে মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ লাভ করেন। গত বছরের ১৩ অক্টোবর মাহবুব হোসেনের অবসরে যাওয়ার কথা ছিল। তবে তখন অবসরে না পাঠিয়ে বিগত আওয়ামী লীগ সরকার তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সেই হিসেবে আগামী ১৩ অক্টোবর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কর্মদিবস হিসেবে আগামী বৃহস্পতিবারই (১০ অক্টোবর) তার শেষ কর্মদিবস। এর আগেই নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার।

দেশেরে মর্যাদা ক্ষুণ্ণ করতে ড. ইউনূসের বিরুদ্ধে দ্য হেগে অভিযোগ: আসিফ নজরুল

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম
দেশেরে মর্যাদা ক্ষুণ্ণ করতে ড. ইউনূসের বিরুদ্ধে দ্য হেগে অভিযোগ: আসিফ নজরুল
ড. আসিফ নজরুল

দেশের মর্যাদা ক্ষুণ্ণ এবং মানুষকে বিভ্রান্ত করতেই পলাতক ফ্যাসিস্ট চক্র আন্তর্জাতিক অপরাধ আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

রবিবার (১০ নভেম্বর) পুরোনো হাইকোর্ট ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগের কর্মী) আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশনে ভিত্তিহীন অভিযোগ দাখিল করে মামলা বলে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না। এমন অভিযোগ যেকোনো ব্যক্তিই করতে পারে। এ ধরনের ৯৯ শতাংশ অভিযোগ খারিজ হয়।’ 

এর আগে গত শুক্রবার ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেন লন্ডনে অবস্থানরত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

অভিযোগে বলা হয়, গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হয়েছে। এতে ড. ইউনূস ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিবাদী করা হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের ৩ মাস, সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধারে সমান গুরুত্ব

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম
অন্তর্বর্তী সরকারের ৩ মাস, সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধারে সমান গুরুত্ব
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করছেন ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে বিশ্ব নেতা ও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নানামুখী চাপের মধ্যেও রাষ্ট্র গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কাজে গঠন করা হয়েছে একাধিক সংস্কার কমিশন। এসব কাজের পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধারে জনশক্তি রপ্তানি, বিনিয়োগ আহ্বান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও গুরুত্ব দিচ্ছে। ব্যাংক খাত সংস্কারে এবং পাচার করা অর্থ ফেরত আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

গত তিন মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কাজ বণ্টন করে তা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না, সে ব্যাপারে উপদেষ্টা পরিষদ থেকে অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন না হলে তার জন্য কারণ জানতে চাওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে গত তিন মাসের কার্যক্রম এবং পরিকল্পনা উল্লেখ করে গণমাধ্যমে প্রতিবেদন পাঠানো হয়েছে। 

এই প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। এসব আলোচনায় পাচার করা অর্থ ফেরত আনার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। বিশ্বব্যাংকসহ বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে পুরোনো চুক্তি নবায়ন এবং নতুনভাবে একাধিক চুক্তি হয়েছে। এসব চুক্তির আওতায় প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং আর্থিক সহযোগিতা বাড়বে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

গত তিন মাসে সরকার আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় বাড়ানোর পাশাপাশি করবহির্ভূত রাজস্ব আদায়েও জোর দিয়েছে। 

গত তিন মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে। পণ্যের দাম কমাতে কঠোর বাজার নজরদারি করা হয়েছে। লাগামছাড়া দামে পণ্য বিক্রির কারণে জরিমানা ও আটক করা হয়েছে। 

অনেক খাদ্যপণ্যের শুল্ক কম কমানো ও প্রত্যাহার করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, খাদ্যশস্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের খাদ্য-সহায়তা নিশ্চিত করতে ওএমএস নীতিমালা ২০১৫ ও খাদ্যবান্ধব নীতিমালা ২০১৭ সংশোধনপূর্বক আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক ওএমএস ডিলার খাদ্যশস্য উত্তোলন ও ভোক্তাদের কাছে খাদ্যসামগ্রী বিক্রি বন্ধ করে দেয়। এ দুটি নীতিমালা অনুসারে ডিলারের কার্যক্রমের মেয়াদ সুনির্দিষ্ট ছিল না। এতে ডিলাররা দীর্ঘদিন নিয়োজিত থাকায় বিভিন্ন অনিয়মে জড়িত হওয়ায় জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছিল না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যমান এ দুটি নীতিমালা সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। 

চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪টি জেলার উপজেলার পৌরসভা/ইউনিয়ন পর্যায় পর্যন্ত বন্যা-পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে বিশেষ ওএমএস কার্যক্রমে মোট ২৩০টি কেন্দ্রে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট ৪৩ দিনে ৯ হাজার ৮৯০ টন চাল ও ৯ হাজার ৮৯০ টন আটা বিক্রির লক্ষ্যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এর ফলে খাদ্যশস্যের দাম কিছুটা সহনীয় থাকে বলে প্রতিবেদনে বলা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিতরণব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সাধারণ ওএমএস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সাধারণ ওএমএস খাতে বর্তমানে সারা দেশে সর্বমোট ১,১৩৩টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় দেশের যেকোনো নাগরিক সপ্তাহে একবার সর্বোচ্চ প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কেজি চাল ও প্রতি কেজি ২৪ টাকা দরে ৫ কেজি খোলা আটা সংগ্রহ করতে পারবে। ঢাকা মহানগরীতে ৫ কেজি চালের সঙ্গে খোলা আটার পরিবর্তে ২ কেজির প্যাকেট ৫৫ টাকা দরে ২ প্যাকেট আটা সংগ্রহ করা হয়েছে। খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে ধান ও চালের বাজার মনিটরিং করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর একটি অনলাইন সিস্টেম চালু করেছে। দেশের ২০টি গুরুত্বপূর্ণ ধান ও চালের হাট-বাজারের ধান ও চালের পাইকারি মূল্য একটি কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করে চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারিভাবে চাল আমদানি বাড়াতে সব ধরনের শুল্ক প্রত্যাহার এবং অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে হ্রাস করে ২ শতাংশ করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে নিহত ও আহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। চলচ্চিত্র আমদানি ও রপ্তানির সুপারিশ প্রদানের জন্য কমিটি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ট্রাস্টি বোর্ড কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্ক্রিপ্ট বাছাই কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান উপকমিটি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিসহ বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত তিন মাসে ৬টি অনলাইন নিউজ পোর্টাল সনদ ইস্যু এবং ৮৩টি নিউজ পোর্টালের সনদ নবায়ন করা হয়। তথ্য অধিদপ্তর থেকে গুজব প্রতিরোধে ইকোনটেক্স করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর গ্রাফিতির অ্যালবাম প্রকাশ করা হয়েছে। 

অধ্যাদেশ জারির মাধ্যমে ‘শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট’ এর নামকরণ ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ করা হয়েছে। এরই মধ্যে নেপালকে ৪-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। ঢাকায় অনুষ্ঠিত ইস্পাহানী চতুর্থ বাংলাদেশ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। গত তিন মাসে ৫৬ লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়াবিদদের সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার যুব ও ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিয়েছেন।

গত তিন মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং উল্লিখিত সময়ে পদোন্নতিবঞ্চিত হয়েছেন বা অন্য কোনো বঞ্চনার শিকার হয়েছেন এমন কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে, যা উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত হয়েছে। সরকারি কর্মচারীদের সম্পদবিবরণী দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশু কর্মপরিকল্পনা সকল শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে জনবল নিয়োগ; পদোন্নতিযোগ্য কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি আনার জন্য কোম্পানি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। প্রকৌশল, ভূতত্ত্ব, খনিজ, আইন এবং হিসাব বিষয়ে বিশেষায়িত ছাত্রদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্যাসের মূল্য সমন্বয়ের ক্ষমতা বিইআরসির কাছে পুনর্বহালের লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ সংশোধন করা হয়েছে। অকটেন ও পেট্রলের দাম ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১.২৫ টাকা কমানো হয়েছে। জ্বালানি তেল আমদানিতে বকেয়া প্রায় ৪৭৮ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৬০ মিলিয়ন ডলারে আনা হয়েছে। ভেজাল, পাচার ও অনিয়ম দূর করতে জ্বালানি তেল পরিবহনের কাজে ব্যবহৃত ট্যাংকলরিতে ভেহিকল ট্যাকিং সিস্টেম স্থাপন করা হয়েছে এবং সফটওয়্যার তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

গত তিন মাসে (আগস্ট থেকে অক্টোবর ২০২৪) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশের সুরক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রমে ছাত্রছাত্রী ও তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। তথ্যের প্রবাহ অবাধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পরিবেশ ছাড়পত্র প্রদান, এনফোর্সমেন্ট, অর্থদণ্ড এবং আপিলের সিদ্ধান্তের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। প্লাস্টিক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা এবং প্রধান সড়কের উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক-কে ১ অক্টোবর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পলিথিন শপিংব্যাগের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযান মনিটরিং করার জন্য ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থ আত্মসাতের প্রমাণ মেলেনি: দুদক আইনজীবী

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:০৮ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থ আত্মসাতের প্রমাণ মেলেনি: দুদক আইনজীবী
বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কোনো অর্থ আত্মসাৎ হয়নি বলে তদন্ত শেষে রবিবার  (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টকে জানিয়েছেন দুদকের আইনজীবী আসিফ হাসান। এই মামলায় হাইকোর্টের ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিলের ওপর শুনানির শেষ দিনে আদালতকে তিনি এ তথ্য জানান।

এদিকে শুনানি শেষ হওয়ায় সোমবার (১১ নভেম্বর) এ বিষয়ে রায় (আদেশ) ঘোষণা করতে পারেন সর্বোচ্চ আদালত। 

রবিবার আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী আসিফ হাসান আদালতে মামলার এজাহার, অভিযোগপত্র ও সাক্ষ্যের অংশ তুলে ধরেন। তিনি মামলার নথি থেকে খালেদা জিয়া এ মামলার অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নন- এমন উপাদান পেশ করেন। মামলার চার্জশিট পড়ে আদালতকে তিনি বলেন, ‘তদন্তে আমরা জিয়া অরফানেজের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পেয়েছি, তবে এখানে অর্থ আত্মসাতের কোনো প্রমাণ পাইনি। মামলার এফআইআরে অর্থ আত্মসাতের তথ্য মেলেনি। বরং সুদে-আসলে সব অর্থ ব্যাংকেই জমা আছে। কোনো টাকা ব্যয় হয়নি।’

এর ফলে এই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া তার খালাসের বিরুদ্ধে আজ আপিলের অনুমতি পেতে পারেন। ২০১৯ সালের ১৪ মার্চ আপিল বিভাগে দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিলেন খালেদা জিয়া। পরে গত ৪ নভেম্বর তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের ওপর শুনানির জন্য গতকাল আপিল বিভাগে শুনানি নেন চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি আদালতের অনুমতি নিয়ে এ মামলায় বিচারিক আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে দেওয়া জবানবন্দি উপস্থাপন করেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার এই বক্তব্য ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। কারণ বিদ্রোহী কবি কাজী নজরুলের জবানবন্দি ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। খালেদা জিয়ার এ জবানবন্দি তার চেয়েও বেশি গুরুত্ব বহন করে। 

আদালতে দেওয়া জবানবন্দিতে খালেদা জিয়া তার বিরুদ্ধে বিচারের প্রেক্ষাপট, হয়রানির বিষয় এবং বিচার বিভাগের ওপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরেন। আদালত থেকে বের হয়ে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা আইনগতভাবে এই মামলার মোকাবিলা করব। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই এ রায় দেওয়া হয়।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকি চার আসামি হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছরের ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়া আপিল করেন।

একই বছরের ২৮ মার্চ খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনে রুল দেন হাইকোর্ট। পরে সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেন। আর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শেষ হয় রবিবার।

এ ছাড়া ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরোনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গত ৪ নভেম্বর হাইকোর্ট বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়। তার অংশ হিসেবে নিজের খরচে পেপারবুক (মামলা বৃত্তান্ত) তৈরির আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট।

শেখ হাসিনা সরকারের পতনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। 

তবে রাষ্ট্রপতির এই ক্ষমার পরও মামলা দুটি আইনগতভাবে লড়ার কথা জানিয়ে বিএনপির আইনজীবী বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেছেন। সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি অপরাধ করেননি। তিনি ক্ষমাও চাননি। মামলাটি আইনগতভাবে মোকাবিলা করতে তিনি আইনজীবীদের বলেছেন।

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলো আরও ১১৮ সাংবাদিকের

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ এএম
অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলো আরও ১১৮ সাংবাদিকের

তৃতীয় দফায় আরও ১১৮ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। 

গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবীর সাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

তাদের মধ্যে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রতিবেদক রয়েছেন।

এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

এর আগে প্রথম দফায় গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের পরে দ্বিতীয় দফায় ৩ নভেম্বর আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলো অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আনিসুর রহমান/অমিয়/

বিমানযাত্রীর পেটে ৩ হাজার ইয়াবা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ এএম
বিমানযাত্রীর পেটে ৩ হাজার ইয়াবা
ইয়াবাসহ গ্রেপ্তার জুয়েল মিয়া। ছবি: সংগৃহীত

বিশেষ কৌশলে পেটের ভেতরে তিন হাজার পিস ইয়াবা নিয়ে বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় আসেন জুয়েল মিয়া (৩৩)। কিন্তু এমন কৌশল খাটিয়েও পার পাননি মাদকচক্রের এই সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটকের পর হাসপাতালে নিয়ে পেটের ভেতর থেকে বের করা হয়েছে তিন হাজার ৮০ পিস ইয়াবা। 

রবিবার (১০ নভেম্বর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মাদ সিহাব কায়সার খান জানান, জুয়েল মিয়া রবিবার কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। অভিনব কৌশলে ইয়াবা পাচারের গোপন খবর থাকায় জুয়েলকে সন্দেহ করেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুয়েল জানান, কলার সঙ্গে বিশেষ কায়দায় ছোট ছোট প্যাকেটে ভরে ইয়াবাগুলো গিলে ফেলেছেন তিনি। পরবর্তীতে তাকে একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করে সত্যতা পাওয়া যায়। পরে চিকিৎসকদের সহায়তায় তার পেটের ভেতর থেকে ইয়াবা বের করা হয়।

গ্রেপ্তারের পর জুয়েল মিয়াকে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, ‘সুযোগসন্ধানী অপরাধীরা নিত্য-নতুন কৌশলের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটনে এয়ারপোর্ট ব্যবহার করার অপচেষ্টা আগে থেকেই করে আসছে। এ জাতীয় অপরাধ দমনের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’

আলমগীর/অমিয়/