ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

সংবাদ সম্মেলনে আঞ্জুমান মুফিদুলের ট্রাস্টি আমার সুনাম ও মর্যাদা নষ্ট করতে অপপ্রচার করা হয়েছে

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
আমার সুনাম ও মর্যাদা নষ্ট করতে অপপ্রচার করা হয়েছে
আঞ্জুমান মুফিদুল ইসলাম

আঞ্জুমান মুফিদুল ইসলামের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ওই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ট্রাস্টি ও সহসভাপতি এবং কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ। তিনি দাবি করেন মিথ্যা তথ্য দিয়ে সম্প্রতি বিভিন্ন প্রচারমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। যা অসত্য, ভুল ও উদ্দেশ্যমূলক। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলের প্রধান কর্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

তিনি বলেন, ‘আমার পারিবারিক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে আঞ্জুমান মুফিদুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এই সংস্থার গাড়ি ব্যবহারসংক্রান্ত অসত্য তথ্যও প্রকাশ করা হয়েছে।’ আঞ্জুমান মুফিদুলের এ ট্রাস্টি বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে সুনাম ও মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যেই এ অপপ্রচার, যা সম্পূর্ণভাবে অনৈতিক ও অনভিপ্রেত।’

আজিম বখ্শ বলেন, ‘সংস্থাটির নিয়ম অনুযায়ী আমাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। আমি যথাযথ নিয়ম মেনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছি। স্বার্থান্বেষী মহল অবৈধ সুবিধা আদায় করতে না পেরে আঞ্জুমান মুফিদুল ইসলামের মতো একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে এমনটা করছে। আমার সততার প্রতি ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত এবং পারিবারিকভাবে আক্রমণের লক্ষ্যে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে।’

আজিম বখ্শ আরও বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম তার দীর্ঘ পথচলায় সেবামূলক কাজ পরিচালনায় বরাবরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেয়ে আসছে। তিনি বলেন, ‘আমি আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন নির্বাচিত ট্রাস্টি। ১৯৯০ সাল থেকে টানা ৩৪ বছর স্বেচ্ছাসেবী হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। অতি সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম ও টেলিভিশনে আমাকে ও আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যক্রম নিয়ে নানা বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য পরিবেশন করেছে, যা উদ্দেশ্যমূলক ও মানহানিকর।’ ইতোমধ্যে আঞ্জুমান মুফিদুল ইসলাম এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়েছে।

এর পরও নিজের বিবেকের তাড়না থেকে, কিছু বিষয়ে আমাকে জড়িয়ে যে ধরনের অসত্য বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে তা নিরসনে তিনি এই বক্তব্য দিচ্ছেন। প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণই মিথ্যা ও ভুল প্রচারণা বলে দাবি করেন আজিম বখ্শ।  
অপপ্রচার সম্পর্কে বক্তব্য

প্রতিষ্ঠানটির গাড়ি ব্যবহারের একটি রীতি আছে। শুধু সংস্থার কাজের প্রয়োজনেই গাড়ি ব্যবহার করা যায়। বিশেষত কোনো প্রকল্প পরিদর্শন বা আঞ্জুমান পরিচালিত কোনো কার্যক্রম পরিদর্শনকালে সেই গাড়ি ব্যবহার করা হয়ে থাকে। গাড়ি কোথায় যাচ্ছে? কী কাজে ব্যবহৃত হচ্ছে? গাড়ির ব্যবহার সঠিকভাবে হচ্ছে কি না? তার জন্য মনিটরিং সেল রয়েছে। ব্যক্তিগত সুবিধার জন্য এই সংস্থার কোনো গাড়ি ব্যবহারের সুযোগ নেই। 

তিনি বলেন, ‘মাওলা বখ্‌শ সরদার দাতব্য চক্ষু হাসপাতাল এবং ঢাকা কেন্দ্র আমাদের পারিবারিক জনহিতকর প্রতিষ্ঠান। দীর্ঘ চার দশক ঢাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবায় এই সংস্থা কাজ করে আসছে। মাওলা বখ্‌শ সরদার মেমোরিয়াল ট্রাস্ট পারিবারিক অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। এর সঙ্গে আঞ্জুমান মুফিদুল ইসলামের কোনো সম্পর্ক নেই। আর আঞ্জুমানের সেবামূলক কার্যক্রম এবং মাওলা বখ্‌শ সরদার দাতব্য চক্ষু হাসপাতাল দুটি ভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।’

তাছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাড়ি ব্যবহার নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। তখন রোগী ও লাশ পরিবহনে দায়িত্বরত গাড়ি ব্যবহার বন্ধ ছিল না। গাড়ি পরিচালনা ও ব্যবহারের দায়িত্ব ট্রান্সপোর্ট কমিটির। এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া ঢাকায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে আঞ্জুমানের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে দেওয়া হয়ে থাকে যার যার এলাকায়। সে ক্ষেত্রে আমার এলাকার জন্য বরাদ্দ করা ত্রাণ আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করে থাকি, যা অনৈতিক এবং নীতিবহির্ভূত নয়।’

জুলাই অভ্যুত্থানে নিহতরা শহিদ ও আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
জুলাই অভ্যুত্থানে নিহতরা শহিদ ও আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক
সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হবে। সে অনুযায়ী সনদ, পরিচয়পত্র দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই এটি প্রতিষ্ঠা করা হবে এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

ফারুক-ই-আজম বলেন, ‘শহিদদের পরিবারকে সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। ১০ লাখ টাকা চলতি অর্থবছরে এবং বাকি টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে।’ সূত্র: ইউএনবি

সালমান/

 

এক দিনে ডেভিল হান্টসহ সারা দেশে গ্রেপ্তার ১৫০৩

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম
এক দিনে ডেভিল হান্টসহ সারা দেশে গ্রেপ্তার ১৫০৩
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলায় ৯৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি সীসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, চারটি ছোরা, একটি চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সালমান/

এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে সংযোগ বিচ্ছিন্ন
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

এসি যদি এর নিচে চালানো হয় তাহলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।’

তিনি বলেন, ‘বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে।’ 

উপদেষ্টা বলেন, ‘টেকনিক্যাল কারণ ছাড়া লোডশেডিং যাতে না হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রোজায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকবে। আমরা পুরোপুরি সরবরাহের প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি, তিনি যেন প্রতিটি মসজিদে তারাবির সময় এসি ২৫ ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেন। সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিসেও এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হবে। এসি ব্যবহারের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে। ক্ষেত্রবিশেষে বিদ্যুৎ বিচ্ছেদও করা হতে পারে। সেখানে শহর বা গ্রাম বিবেচনা করা হবে না। ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে।’

সালমান/

 

আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: খবরের কাগজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই তাদের পেছনে ঘুরেন রাজনীতিবিদরা।’ 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

সালমান/

 

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. বদিউল আলম

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম
সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. বদিউল আলম
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। ছবি: খবরের কাগজ

সংস্কার ও নির্বাচন দুটোই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার বলেন, ‘আলোচনা হচ্ছে, নির্বাচন, না, সংস্কার। এর মধ্যে আমি তো কোনো দ্বন্দ্ব দেখি না। কোনো রকম একটার বিপরীতে আরেকটা নয়। আমাদের দুটোই দরকার।’  

তিনি বলেন, ‘আমাদের নির্বাচন হতে হবে এবং সংস্কারও হতে হবে। আমাদের নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সবার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেজন্যই সংস্কার দরকার। কারণ যে প্রক্রিয়া ভেঙ্গে গেছে, সেটা জোড়া লাগাতে হবে। তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, সেটার গণতান্ত্রিক প্রক্রিয়া টেকসই হবে না। তাই দুটোই দরকার।’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি। আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হতে হবে।’ 

তিনি বলেন, ‘আমাদের চারদিকে কিন্তু অনেক অসংগতি। আমাদের নির্বাচনী অঙ্গনটা ভঙ্গুর, নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গেই গিয়েছে। এখন আমাদের সব জায়গায় দুর্বৃত্তায়ন। আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে। আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। যাতে আমাদের সবার অধিকার নিশ্চিত হয়। আমাদের ধর্মীয় অধিকার নয়, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এগুলো যদি প্রতিষ্ঠিত হতে হয়, আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্টের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। উপস্থিত ছিলেন- এজেন্টেস অফ চেঞ্জ প্রজেক্টের পরিচালক ( অপারেশন্স) এবং চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার চার্লস রিড ও ইসলামিক একাডেমির পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম।

এলিস/সুমন/