ছয় দফা দাবিতে সড়কে নেমেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।
এসময় শিক্ষার্থীরা বলেন, সেবাখাতের এই গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তার যথাযথ মূল্যায়ন প্রয়োজন। আশু সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি আমরা ছয়টি দাবি তুলি ধরছি।
দাবিগুলো হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে; ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে; গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট-আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা আইএইচটি-কে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি’ নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএইচটিসমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে; সকল অনুষদের বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা, গত অক্টোবরে যৌথসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পেশাজীবী সকল গ্রুপ সংগঠন ও রাজনৈতিক পেশাজীবী সংগঠন অর্থিক ও সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেছেন এবং সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।