রাজধানীর ডেমরায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে কোনাপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের মেয়ে নিপা আক্তার বলেন, ‘ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতবেগে আসা একটি অটোরিকশা আমার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নাইমুর/সালমান/