ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

এলএনজি আমদানি দেশের জন্য আর্থিক বোঝা: আনু মুহাম্মদ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
এলএনজি আমদানি দেশের জন্য আর্থিক বোঝা: আনু মুহাম্মদ
জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, জীবাশ্ম জ্বালানি এবং এলএনজির আমদানি দেশের জন্য আর্থিক বোঝা এবং প্রাণ-প্রকৃতির বিনাশের সঙ্গে জড়িত।

শনিবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। ধরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, মার্কেট ফোর্সেস এবং ফসিল ফ্রি চট্টগ্রামের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ৫০ বিলিয়ন ডলারের এলএনজি প্রকল্পের ব্যয় ও একটি টেকসই ভবিষ্যৎ শিরোনামে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনটি হয়।

আনু মুহাম্মদ বলেন, বিগত সরকার যে এনার্জি পরিকল্পনা তৈরি করেছে তা অনিবার্য ছিল না। এর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিগত বিকাশ দামে সস্তা। জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ী। বাংলাদেশি বিশেষজ্ঞদের বাদ দিয়ে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে বিগত সরকারের এই জ্বালানি মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। নীতিগত জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে এই মহাপরিকল্পনা বাতিল করতে হবে। পিএসসিসহ অন্যান্য সব নীতির পরিবর্তন না হলে বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠন করা যাবে না। এজন্য বাংলাদেশি পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে আর বিদেশিদের দিয়ে প্রস্তুত সব পরিকল্পনা বাতিল করতে হবে।

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ধরার উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদাদের সভাপতিত্বে এবং ধরার সদস্য সচিব শরীফ জামিলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া অ্যানার্জি অ্যানালিস্ট মুনিরা চৌধুরী। 

মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কর্তৃক প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্প এবং আমদানি টার্মিনালগুলির জন্য বাংলাদেশকে প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। এই প্রকল্পগুলোর কারণে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে, একই সাথে দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যেমন বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে লাখ লাখ মানুষের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হবে। বর্তমানে, বাংলাদেশের জনগণ বিদ্যুৎ খরচের চাপে রয়েছে এবং ব্যয়বহুল আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা অব্যাহত থাকলে এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নতুন বিশ্লেষণে আরও প্রকাশিত হয়েছে যে, যখন দেশটি তীব্র তাপপ্রবাহ এবং বিদ্যুতের চাহিদার সংকটে রয়েছে, এলএনজির ওপর ৫০ বিলিয়ন ডলারের এ বিনিয়োগের পরিবর্তে বাংলাদেশ ৬২ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারে, যা দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দ্বিগুণ।

ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই গ্যাস ও এলএনজি প্রকল্পগুলো আমাদের জনগণের সম্পদ দখল করে গড়ে উঠেছে। 

মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি বিশ্লেষক এবং প্রতিবেদনটির লেখক মুনিরা চৌধুরী বলেছেন, অন্যায্যভাবে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশকে দূষণকারী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে নির্ভরশীল করার চেষ্টা করছে, যা কোটি মানুষের স্বাস্থ্য ও পৃথিবীর জন্য ক্ষতিকর।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং ধরার সদস্য সচিব শরীফ জামিল বলেন, জাইকা এবং আইইইজে কর্তৃক প্রণীত ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি) অবশ্যই সংশোধন করা উচিত, কারণ এটি বাংলাদেশকে এলএনজির ওপর নির্ভরশীল করার দিকে ঠেলে দিচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি বিশ্লেষক মুনিরা চৌধুরী বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, এই ৫০ বিলিয়ন ডলারের পরিকল্পনার মধ্যে রয়েছে এলএনজি আমদানি টার্মিনাল এবং ৪১টি নতুন এলএনজি পাওয়ার প্ল্যান্টের নির্মাণ। যার সম্মিলিত ক্ষমতা দেশের বিদ্যমান বিদ্যুৎ উৎপাদন বহরের চেয়ে বেশি।’

তিথি/এমএ/

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
নাটোরে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: খবরের কাগজ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে আয়োজিত সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি ওয়াকার-উজ-জামান এই কোরের সব অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

এ সময় তিনি এই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কাজের বিষয়ে মতবিনিময় করেন। 

সেনাপ্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় এ কোরের অবদানের কথা স্মরণ করেন। 

দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেন তিনি।

সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের সিনিয়র সেনা কর্মকর্তা এবং সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

কামাল/পপি/

৪৭তম বিসিএসের আবেদন শুরু কবে, জানাল পিএসসি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
৪৭তম বিসিএসের আবেদন শুরু কবে, জানাল পিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন শুরুর তারিখ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর অনলাইন আবেদন শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এসব তথ্য জানিয়েছেন। 

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার আবেদন ফি কমানো, মৌখিক পরীক্ষার নম্বর কমানো এবং সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আবেদন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) আবেদন ফি ২০০ টাকা, মোখিক নম্বর ১০০ এবং বয়সসীমা ৩২ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়। ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

কবির/সালমান/

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস
খবরের কাগজ গ্রাফিকস

আগামীকাল শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে। ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অমিয়/

পরিবারসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
পরিবারসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিগত সরকারের সাবেক পাঁচ সংসদ সদস্য ও তাদের স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে তারা হলেন- ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। সূত্র: বাসস

সালমান/

সচেতনতাই ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে বাঁচার উপায়: চসিক মেয়র

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
সচেতনতাই ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে বাঁচার উপায়: চসিক মেয়র
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: খবরের কাগজ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। ময়লা জমে থাকা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি। প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। নিজেদের ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তির পথ। আমাদের প্রচেষ্টার সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা যোগ হলেই সফলতা আসবে। এভাবেই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পেতে পারি।’

র‌্যালিটি মেমন হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে জিপিওর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মশা নিধনে সিটি করপোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে চসিক মেয়র বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক নেতা-কর্মী, মহল্লা কমিটি ও স্থানীয়দের বলেছি পরিচ্ছন্নতা সুপারভাইজার ও পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমত কাজ করছে কি না, তা দেখবেন। নিজের শহর হিসেবে কিছু দায়িত্ব আপনারাও নেন। যেখানেই মনে করবেন ময়লা-আবর্জনা আছে বা নালা-নর্দমা অপরিচ্ছন্ন আছে, সেখানে প্রতিটি ওয়ার্ডে সুপারভাইজারদের সরাসরি ফোন করবেন। যদি সাড়া না দেন, সেই ব্যবস্থা আমরা করব।’

জ্বর দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘রোগ একবার হয়ে গেলে তো চিকিৎসা নিতে হয় এবং কেউ শক সিনড্রোমে চলে গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কারো লক্ষণ থাকলে অবহেলা না করে আমাদের মেমন-২ হাসপাতালের ডেঙ্গু সেন্টারে আসতে পারেন। সেখানে আমরা ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করে দিই। সেখানে আমরা রোগীও রাখি।’ 

মেয়র বলেন, ‘গতকাল (১১ ডিসেম্বর) একটি শিশু মারা গেছে। তিন থেকে চারদিন ধরে জ্বর নিয়ে ছিল। শিশুটির অভিবাবকরা অবহেলা করে হাসপাতালে যাননি। পরবর্তীতে যখন খুব সিরিয়াস হয়, তখন যায়। দুই থেকে তিনদিনের বেশি জ্বর থাকলে কমপক্ষে একজন ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। ডেঙ্গুর এখন কসমোপলিটন যে ভ্যারিয়েন্ট আছে, সেটার কারণে এবার রোগী বেশি। ডেঙ্গু নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ 

জনসচেতনতা সভায় তিনি বলেন, ‘রোগ শনাক্তের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু না করলে পরিস্থিতি জটিল হতে পারে। চিকুনগুনিয়ার লক্ষণ হিসেবে জয়েন্টে ব্যথা হয়, আর ডেঙ্গুর ক্ষেত্রে শরীরের মাংসপেশিতে তীব্র ব্যথা এবং র‌্যাশ দেখা দিতে পারে। এ লক্ষণগুলোর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।’ 

ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে ডেঙ্গু রোগ শনাক্তকরণ ও চিকিৎসার জন্য একটি বিশেষ সেন্টার চালু করেছে। সেন্টারে প্রয়োজনীয় এন্টিজেন পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সিরিয়াস কেসগুলোতে হসপিটালাইজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ জনগণকে সহজেই প্রাথমিক চিকিৎসা নিতে সাহায্য করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. এস এম সরোয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীসহ (মারুফ) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

ইফতেখারুল/পপি/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });