বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন (৫৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ৩টার দিকে কদমতলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই বিকালে কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ভিকটিম মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মাহাদী মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গত ৮ নভেম্বর ভিকটিম মাহাদীর বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এ মামলার পুলিশ তদন্ত শুরু করলে দুই আসামির তদন্তে নাম আসে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে ডিএমপি মুখপাত্র এসপি মুহাম্মদ তালেবুর রহমান খবরের কাগজকে জানিয়েছেন, তাদের আদালতে হাজির করা হবে।
আল-আমীন/এমএ/