অন্তর্বর্তী সরকারে শপথ নিলেন নতুন আরও তিন উপদেষ্টা। তাদের মধ্যে দুজন দপ্তর পেয়েছেন। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার পর পরই উপদেষ্টা পরিষদের নতুন এই সদস্যদের দায়িত্ব বণ্টন করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উপদেষ্টা পরিষদের নতুন সদস্যদের মধ্যে সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো দপ্তর দেওয়া হয়নি।
আদেশে প্রধান উপদেষ্টাসহ কিছু সদস্যের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। সালেহউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়।
ড. আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রাণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেদিন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ জন উপদেষ্টা দায়িত্ব নেন। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন।