বাংলাদেশ পুলিশের একজন নারী ডিআইজিসহ ১৬ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাহিনীর বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত বা ওএসডি করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য বলা হয়েছে।
এর মধ্যে অতিরিক্ত ডিআইজি ৫ জন এবং পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তা রয়েছেন।
অপরদিকে সোমবার পৃথক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার পদে পদায়নসহ মোট ৪৮ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকা ইসলাম, যাকে ঢাকা রেঞ্জে ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এস এম ইমরান হোসেনকে রংপুর রেঞ্জে, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে রাজশাহী রেঞ্জে, সিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান মিয়াকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, সিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ আহম্মাদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া এসপি পদমর্যাদার মোহাম্মদ মাহবুব হাসান, মোহাম্মদ হাবীবুন নবী, আনিছুর রশিদ ও মিশুক চাকমাকে বরিশাল রেঞ্জ কার্যালয়ে, ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও এস এম মুরাদ আলীকে বরিশাল রেঞ্জে, ডিএমপির ডিসি মো. জাহিদুল হক তালুকদারকে সিলেট রেঞ্জে, ডিসি সুমন দেবকে রাজশাহী রেঞ্জে, সিএমপির ডিসি মোসা. সাদিরা খাতুনকে রাজশাহী রেঞ্জে, বিএমপির ডিসি এস এম তানভীর আরাফাতকে সিলেট রেঞ্জে এবং অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।