“দুর্নীতি নির্মূলে করনীয় শীর্ষক” আলোচনা সভা
চিহ্নিত দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার এবং আগামী এক মাসের মধ্যে দুদকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
একইসঙ্গে গত ২৬ ডিসেম্বর দুদকের চেয়ারম্যানের সাথে সাক্ষাতের আবেদনের উত্তর আজও পাওয়া যায়নি বলে দুর্নীতি দমন কমিশন নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে সেল সেন্টার অডিটরিয়ামে “দুর্নীতি নির্মূলে করনীয় শীর্ষক” আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন লেফটেনেন্ট জেনারেল (অব.) ডক্টর চৌধুরী হাসান সারওয়ারদী ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
শিক্ষকদের রাজনৈতিক পরিচয় এবং দলাদলি শিক্ষা ধ্বংসের অন্যতম কারন বলে উল্লেখ করেন অধ্যাপক ডক্টর লুৎফর রহমান। তিনি প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাবমুক্ত নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থার জন্য অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের দলীয় প্রভাবমুক্তির উপর গুরুত্বারোপ করেন ডক্টর চৌধুরী হাসান সারওয়ারদী। এবং দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে সাংবাদিক সমাজের ঐক্যের ঘোষণা দেন আইয়ুব ভূঁইয়া।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল আউয়াল, পারভীন নাসের খান ভাসানী, সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, জাতীয় তরুণ সংঘের সভাপতি একেএম ফজলুল হক, ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মো. জসীম উদ্দিন, উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম (অব.), গ্রুপ ক্যাপ্টেন মো. ফরিদ উদ্দিন (অব.) স্কোয়াড্রন লিডার আওলাদ হোসেন (অব.), উইং কমান্ডার ওয়ালিউল ইসলাম (অব.) লে. কর্নেল মহসিন আলী খান (অব.), মেজর (অব.) নুরুল ইসলাম, প্রকৌশলী লুৎফর রহমান, ডক্টর শফিকুল ইসলাম কানু, এস. এম. ইকবাল আলমগীর, প্রকৌশলী মনির আহমেদ, কৃষিবিদ সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, শওকত আলী খান, আদিনা খান, অধ্যক্ষ রিক্তার হোসেন, কবি কাজী আলম, মো. এমদাদ উল্লাহ, সুকুমার দাস বাচ্চু প্রমুখ।
সিফাত/