বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তিকে ত্রিপুরার হোটেলে রাখা হবে না- এমন সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যেই শিথিল করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের কিছু হোটেল ব্যবসায়ী ও কর্মচারী জানিয়েছেন, ‘বড্ড বাড়াবাড়ি সিদ্ধান্ত ছিল’। তারা বলেছেন বিপুল ক্ষতির মুখে পড়তে যাচ্ছিল হোটেল ব্যবসা। নিষেধাজ্ঞাটি বাংলাদেশি রোগী বা তার পরিবারের সদস্যদের জন্য আর বলবৎ নেই।
হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা হামলা করেছিল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে। দূতাবাসে হামলার রেশ ধরে কূটনৈতিক পরিস্থিতি আরও গরম হয়। ভারত সরকার এতে দুঃখ প্রকাশ করে। এরপর ত্রিপুরার হোটেলে বাংলাদেশিদের থাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে ত্রিপুরার প্রধান বিরোধীদল সিপিআইএমের তরফে দূতাবাসে হামলার কড়া নিন্দা জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাও নিন্দা জানান।
এরপর আগরতলাসহ রাজ্যের অন্যান্য এলাকার হোটেলমালিকদের সিংহভাগ ‘বাংলাদেশিদের নিষিদ্ধ’ করার বার্তায় ব্যবসার ক্ষতির আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে ওঠেন।
সংবাদপত্র ‘ত্রিপুরা দর্পণ-এর প্রতিবেদনে লেখা হয়েছে, ‘শাসকদলের মদতপুষ্ট একটি প্রভাবশালী সংগঠনের চাপে পড়ে সারা রাজ্যে হোটেল এবং রেস্টুরেন্টে বাংলাদেশিদের স্থান ও খাবার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্ত ঘিরে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন অ্যাসোসিয়েশনের অতি উৎসাহী কর্মকর্তারা। এমনকি তাদের বিরুদ্ধে রাজ্যের বেশির ভাগ হোটেল ও রেস্টুরেন্টের মালিকরা ক্ষোভে ফেটে পড়েন।’
বাংলাদেশিদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক কারণে বলেই জানিয়েছেন একাধিক হোটেল ব্যবসায়ী ও কর্মী। তারা বলেছেন এ রাজ্যে বিগত বাম জমানায় এমন হয়নি। তারা বলেছেন, সবাই ভালো করেই জানেন, বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য কোনো ভ্রমণ ভিসা দেওয়া হচ্ছে না। তাই বাংলাদেশ থেকে কোনো পর্যটক আসার প্রশ্নই উঠে না। বাংলাদেশ থেকে শুধু মেডিকেল ভিসা নিয়ে যারা ত্রিপুরায় আসছেন তাদের জন্য হোটেলে থাকা নিষিদ্ধ করার যুক্তি অমানবিক। তীব্র সমালোচনার মুখে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি শিথিল করতে বাধ্য হয় হোটেল অ্যাসোসিয়েশন।
জানা গেছে, হোটেলে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ত্রিপুরাজুড়েই ক্ষোভ ছড়াচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে মেডিকেল ভিসাধারী ব্যক্তিদের এখন স্বাগত জানানো হবে এবং পরিষেবা দেওয়া হবে।