বিগত আওয়ামীলীগ সরকারের আমলের হেলমেট বাহিনী যুগের অবসান হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঢাকাবাসীর কাছে আমি জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমা প্রার্থী। আমি আশ্বস্ত করছি, সহকর্মীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে ঢাকাবাসীর সেবা করে যাব। বিগত দিনগুলোতে হেলমেট বাহিনী হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেলমেট বাহিনীর বিষয়ে জানতে চাইলে ডিএমপির কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন ও নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে। আশা করি বাধাবিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। ক্রাইম রিপোর্টাররা পুলিশ কর্তৃক হামলার শিকার হয়েছেন, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করব। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে। তিনি আরও বলেন, ডিএমপি ও ক্র্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা ক্র্যাবের সহায়তা চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন প্রমুখ।
আল-আমিন/মাহফুজ/এমএ/