ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবারও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫৪১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (১১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন। এ নিয়ে চলতি বছরে ভর্তি রোগীর সংখ্যা ৯৭ হাজার ৯৪৭ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ১ জন, ঢাকা উত্তর সিটির হাসপাতালে ১ এবং দক্ষিণ সিটির হাসপাতালে ২ এবং রংপুরে ১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে চলতি মাসের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ জনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তরে ৬৯ জন, ঢাকা দক্ষিণে ৭০, ঢাকা বিভাগে ৪৪, বরিশাল বিভাগে ৪১, চট্টগ্রামে ৫১, খুলনায় ৪১, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ১৯, রংপুরে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৭৮ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১৫ জন। এ নিয়ে চলতি বছরে ৯৫ হাজার ৫৬৬ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন। তার মধ্যে ১৪ জন মারা যান। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন, মারা যান ৩ জন। মার্চে ভর্তি হন ৩১১ জন, মারা যান ৫ জন। এপ্রিলে ভর্তি হন ৫০৪ জন, মারা যান ২ জন। মে মাসে ভর্তি হন ৬৪৪ জন, মারা যান ১২ জন। জুনে ভর্তি হন ৭৯৮ জন, মারা যান ৮ জন। জুলাইয়ে ভর্তি হন ২ হাজার ৬৬৯ জন, মারা যান ১২ জন। আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। জুলাইয়ের তুলনায় ওই মাসে অনেক বেশি রোগী শনাক্ত হয়। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৫২১ জন, মারা যান ২৭ জন। এরপর সেপ্টেম্বরে ভর্তি হন ১৮ হাজার ৯৭ জন, মারা যান ৮০ জন। অক্টোবরে হাসপাতালে ভর্তি হন ৩০ হাজার ৮৭৯ জন, মারা যান ১৩৪ জন। নভেম্বরে ভর্তি হন ২৯ হাজার ৬৫২ জন, মারা যান এই বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ, ১৭৩ জন।