রাজধানীর কাকরাইল মোড় এলাকায় র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে রমনা থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাজ্জাদ হোসেন, কবির হোসেন, মো. শরিফ, মনির হোসেন ও হাবিবুর খন্দকার।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত বৃহস্পতিবার পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনা সম্পর্কে ডিসি তালেবুর রহমান জানান, সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী গত ৪ ডিসেম্বর দুপুরের পর তাঁতীবাজারের রামের গদি নামক স্বর্ণালংকারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ ২৬ লাখ ১২ হাজার টাকা একটি স্কুলব্যাগের ভেতরে নিয়ে বাসযোগে বাড্ডার বাসায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বাসটি রমনার কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হঠাৎ ১০-১২ জন লোক ওই বাসে উঠে নিজেদের র্যাবের সদস্য পরিচয় দেয়। তাদের মধ্যে একজন ‘র্যাব’ লেখা জ্যাকেট পরে ছিল এবং তার কাছে হ্যান্ডকাফ ও ওয়্যারলেস সেট ছিল। তারা ভুক্তভোগী সাইফুল ইসলামকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে মারধর করে তাদের ব্যবহৃত একটি সাদা রঙের মাইক্রোবাসে ওঠায়। একপর্যায়ে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২৬ লাখ ১২ হাজার টাকা, মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নিয়ে দুই হাত ও চোখ বেঁধে ডেমরা এলাকার রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর ভুক্তভোগী সাইফুল ইসলাম রমনা মডেল থানায় একটি ডাকাতির মামলা করেন। সেই মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই ডাকাত চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।