ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

সমাজ বদলের জন্য প্রয়োজন যুক্তফ্রন্ট: সিরাজুল ইসলাম চৌধুরী

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
সমাজ বদলের জন্য প্রয়োজন যুক্তফ্রন্ট: সিরাজুল ইসলাম চৌধুরী
ছবি: খবরের কাগজ

ব্রিটিশ-পাকিস্তানি আমলের মতো দেশের স্বাধীনতার পর ক্ষমতার পালাবদলে উন্নতি হলেও সমাজের কোনো পরিবর্তন হয়নি। অতীতেও সমাজে যেমন মানুষের মধ্যে রাজা-প্রজার সম্পর্ক ছিল, এখনো সেই সম্পর্ক বিরাজমান। সমাজের এই পরিবর্তনের জন্য প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব, যেটি বাস্তবায়নে গঠন করতে হবে যুক্তফ্রন্ট। তবে এটি নির্বাচনমুখী হবে না, হবে সমাজ বদলের যুক্তফ্রন্ট। যদি যুক্তফ্রন্ট গঠন করা যায়, তা হলে বুর্জোয়াদের বিপক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে লড়াই সম্ভব হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের তিন দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনকালে সমাজ বদলের জন্য যুক্তফ্রন্ট গঠনের কথা উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের উন্নতি হয়েছে, পাকিস্তানেও উন্নতি ছিল। তবে আইয়ুব শাসনামলে গণতন্ত্র ছিল। আজকে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেটি পুঁজিবাদী উন্নয়ন। এই উন্নয়নের ফলে বৈষম্য, মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও দেশপ্রেমের অবনতি ঘটেছে। শতকরা ২০ ভাগ মানুষের উন্নতি হয়েছে। বাংলাদেশ ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসার জন্য ব্রিটিশ, পাকিস্তান আমলে সংগ্রাম করল। কিন্তু আমরা দেখতে পাই, আজ বাংলাদেশও উপনিবেশ হয়ে উঠেছে। হয়ে উঠেছে ধনীদের উপনিবেশ, এ ধনীরা লুণ্ঠন করে ধনী হয়েছে যেভাবে আগে লুণ্ঠিত হয়েছে। ২৩ বছরের শোষণ গেল, ৫৩ বছরের উন্নতি হলো, কিন্তু সমাজ আগের জায়গায় রয়ে গেল।’

সমাজে মানুষে-মানুষে সম্পর্ক রাজা-প্রজার মতো অতীতেও ছিল, এখনো রয়েছে উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সংস্কারের মাধ্যমে কী সমাজবদল সম্ভব! বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসহ সবগুলোই বুর্জোয়া। যে দল পালিয়ে গেল তারা যেমন বুর্জোয়া ছিল, তেমনি আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও বুর্জোয়া রাজনৈতিক দল। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও ওই একই ধারার। যে রাজনীতি বাংলাদেশে প্রয়োজন সেটি হলো বিরোধী রাজনীতি। এই রাজনীতির জন্য প্রয়োজন সামাজিক বিপ্লব। এই বিপ্লবের জন্য সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন।’

মুক্তিযুদ্ধে স্বাধীনতা মিললেও মুক্তি মেলেনি উল্লেখ করে ঢাবির এই ইমেরিটাস অধ্যাপক আরও বলেন, ‘স্বাধীনতা পেলেও আমরা সমাজকে বদল করতে পারিনি। ফের ওই জমিদার-প্রজার সম্পর্ক রয়ে গেছে। তাই ধনী-দরিদ্রের বিভাজন মুছে ফেলতে হবে। পুঁজিবাদী উন্নয়নের ধারাকে মুছে ফেলে সামাজিক মালিকানার উন্নয়ন করতে হবে। আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে। গ্রাম-গঞ্জে এই সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে হবে এবং পুরোটাই হবে আদর্শ নির্ভর। সেই আদর্শ হচ্ছে সমাজ বদলের, মুক্তিযুদ্ধের চেতনা যার মূলে রয়েছে সমাজ বিপ্লবের চেতনা। সেই আদর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে।’

তরুণদের সম্পৃক্ত করে সমাজের এ বিপ্লবের জন্য বাম ঘরনার যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের যুক্তফ্রন্ট গঠনের আহ্বান জানিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘অনেক ছোট ছোট দল রয়েছে। যারা ভেঙে ভেঙে ছোট হয়ে আরও ছোট হয়ে যাচ্ছে। সে সব দলের উচিত একত্রে যুক্তফ্রন্ট গঠন করা। এই যুক্তফ্রন্ট গঠন না হলে আমরা সাংস্কৃতিক আন্দোলন করতে পারব না।’

তিনি আরও বলেন, ‘যুক্তফ্রন্টে থাকবে বাম গণতান্ত্রিক, বামপন্থি এবং সমাজপন্থিদের ঐক্য। ১৯৫৪ সালে আমরা যুক্তফ্রন্ট দেখেছি, সেই যুক্তফ্রন্ট ছিল নির্বাচনের যুক্তফ্রন্ট। তবে এবার যুক্তফ্রন্ট হবে সমাজ পরিবর্তনের যুক্তফ্রন্ট। এ যুক্তফ্রন্ট নির্বাচনি যুক্তফ্রন্ট হবে না।’

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সমন্বয়ক জামসেদ আনোয়ার তপন, মুক্তিযোদ্ধা ও বাসদের সাবেক সম্পাদক খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা নূর মুহাম্মদ, আরিফ রহমানসহ আরও অনেক বক্তব্য রাখেন।

উদ্বোধনী দিনের ওই সন্ধ্যায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোক প্রজ্জ্বলন, গান, কবিতা আবৃত্তি ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন ছিল। শনিবার থেকে শুরু হওয়া ওই আয়োজন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

আরিফ জাওয়াদ/এমএ/

মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তিনি ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন। বরিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. শাওন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করার সময় দুর্ঘটনায় তিনি দগ্ধ হন। সকাল পৌনে ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আগুনে তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে যায়। হাসপাতালে ভর্তির পর তার চিকিৎসায় শনিবার দুপুরে ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে আনার পর থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সন্ধ্যার পর অবস্থার আরও অবনতি হলে রাত ৮টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কাজী নজরুল ইসলামের চার সন্তানের মধ্যে তৃতীয় কাজী সব্যসাচী। আবৃত্তিকার সব্যসাচীর তিন সন্তান। খিলখিল কাজী, মিষ্টি কাজী ও বাবুল কাজী। বাবুল কাজী সবার ছোট। খিলখিল কাজী বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী।

আরিফ সাওন/এমএ/

সরকার একা পলিথিনবিরোধী যুদ্ধে জিততে পারবে না: পরিবেশ উপদেষ্টা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম
সরকার একা পলিথিনবিরোধী যুদ্ধে জিততে পারবে না: পরিবেশ উপদেষ্টা
পলিথিন বিরোধী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা। ছবি: খবরের কাগজ

জনগণ যদি আচরণ পরিবর্তন না করে তাহলে সরকার একা পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলাবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিকল্প হিসেবে চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, পলিথিন-প্লাস্টিক সস্তা নয় বরং পলিথিন-প্লাস্টিক জনজীবনকে হুমকির মুখে ফেলছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় নগরের থিয়েটার ইন্সটিটিউটে পলিথিন বিরোধী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এরপর তিনি নগরের কাজির দেউড়িস্থ সিডিএ কাঁচাবাজার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

দোকানে থাকা পলিপ্রোপাইলিনের ব্যাগগুলো আলাদা করে রেখে এগুলো সরবরাহকারী কোম্পানিকে ফেরত দিতে বিক্রেতাদের নির্দেশনা দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পলিপ্রোপাইলিনও প্লাস্টিক। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া কোম্পানির দায়িত্ব।

পলিথিন ব্যবহারকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জলাবদ্ধতার জন্য আপনারা সরকারকে দায়ী করেন, কিন্তু এর জন্য আপনারা দায়ী। আপনারা নিজেরা পলিথিন-প্লাস্টিক ব্যবহার করবেন, এখানে সেখানে ফেলবেন, আর সরকারকে বলবেন সাফ করে দাও তাই কি হয়? 

জলাবদ্ধতা নিরসনে সরকারের ৮ হাজার কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আপনাদের জন্য আমরা ৮ হাজার কোটি টাকা আনছি। এই টাকা অলরেডি পানিতে চলে গেছে। আমরা যদি এই টাকাটা নদী ভাঙনের এলাকার মানুষকে দিতাম তাদেরকে আমরা বাঁচাতে পারতাম। পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারলে চট্টগ্রামের মানুষ আর কোনদিন সরকারকে জলাবদ্ধতার কথা বলবে না।'

বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের তিনটি কাজ। চটের ব্যাগ ব্যবহার করবেন, রাখবেন এবং ক্রেতাদের দিয়ে দেবেন। বলবেন, অনেকবার ব্যবহার করা যাবে। আর এই নাইলন, পলিথিন, পলিপ্রোপাইলিন, নেট ব্যবহার করা যাবে না। আইন হয় জনগণের স্বার্থে। এটা দেশের আইন। মানতে হবে।'

তিনি আরও বলেন, ' পলিথিন, প্লাস্টিক মাটিতে মেশে না। একটা পলিথিন ব্যাগ ১০০ বছরেও নষ্ট হবে না। এর জন্য গোটা চট্টগ্রামের মানুষ পানির নিচে থাকবে। আমাদের লবণের মধ্যে, মাছের মধ্যে, মায়ের দুধে, ব্রেইনে, রক্তে প্লাস্টিক পাওয়া গেছে। খাবারে মাধ্যমে প্লাস্টিক আপনার শরীরে ঢুকছে। আপনি পলিথিন না নিলে কোম্পানি আর বানাবে না। আপনি নেন বলেই তারা বানায়।'

পলিথিন বিষয়ে সবার প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, 'প্রথম এক মাস আমরা মনিটরিং করব, সচেতনতার মধ্য দিয়ে নিব। আমাদের পরিবেশ অধিদপ্তরের লোকজন আসবেন। দেখবেন, আপনারা কী করছেন। এরপর আগামী মাসের মাঝামাঝি থেকে আমরা জরিমানাও করব, জব্দও করব।'

মনির/সিফাত/

আব্দুস শহীদ ও স্ত্রীসহ কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম
আব্দুস শহীদ ও স্ত্রীসহ কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাত কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখেছেন মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদ। এ ছাড়া নিজ ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে ১৮টি হিসাবে মোট ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা সন্দেহজনকভাবে লেনদেন করেছেন। টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এতে বলা হয়, সাত কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখেছেন মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদ। এ ছাড়া নিজ ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে ১৮টি হিসাবে মোট ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা সন্দেহজনকভাবে লেনদেন করেছেন। টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর তার স্ত্রী উম্মে কুলসুমকে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। কারণ তার বিরুদ্ধে ৩৯ লাখ ২২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ ছাড়া তার নামে-বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া কবির বিন আনোয়ারের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ করা হয়েছে। এর বাইরেও তার ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। তৌফিকা আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন বলে অভিযোগ করছে দুদক। তার ৬টি ব্যাংক হিসাবে সাত কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এর মধ্য দিয়ে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কবির বিন আনোয়ার সরকারী কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার অবৈধ অর্থ বৈধ করতে স্ত্রী তৌফিকা আহমেদের নামে সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। যে কারণে তৌফিকা আহমেদ ও কবির বিন আনোয়ারের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সূত্র: ইউএনবি

সালমান/

এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম
এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। 

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০। অংশগ্রহণকারীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ছেলে পরীক্ষার্থী পাশ করেছেন ২২ হাজার ১৫৯ জন। যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ।

উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী ৩৭ হাজার ৯৩৬ জন। যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

'বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল' প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পার্বত্য অঞ্চল ব্যতিত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে পরবর্তীতে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।

আরিফ সাওন/এমএ/

ডব্লিউএইচও থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম
ডব্লিউএইচও থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি
সায়মা ওয়াজেদ পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ জানুয়ারি) এই চিঠি পাঠানো হয়।

গত ১৫ জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক বানাতে তিনি (শেখ হাসিনা) ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অমিয়/