
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে এসি বাস সেবা উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বিআরটি প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ। আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে।’
বিআরটি প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৭ সালে। তবে নির্মাণ-জটিলতায় টঙ্গী থেকে গাজীপুর অংশে এই প্রকল্প সড়ক-মহাসড়ক বিভাগের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ভাইপাস পর্যন্ত অংশ সড়ক সরু হয়ে গেছে। বিআরটি লেনে আর সড়ক-জনপদ বিভাগের (সওজ) লেন মিশে একাকার হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, পুরো বিআরটি করিডোরে এলোমেলোভাবে চলছে গণপরিবহন। সওজের লেন থেকে হুট করে বিআরটি লেনে ঢুকে পড়ছে বিভিন্ন পরিবহন। ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকও চলছে হরদম। যাত্রীবাহী বাসগুলো বিআরটি করিডোরে যত্রতত্র পার্কিং করে যাত্রী তুলছে। পুরো বিআরটি করিডোরেই চলছে অরাজকতা।
এদিকে সাত দফায় পিছিয়েছে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ। ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেড এখন এই প্রকল্পের ৯৬ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার দাবি করছে। কোম্পানির কর্মকর্তারা বলছেন, এই করিডোরে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষায়িত বাস সেবা চালু করা হবে। তবে এই বাস কবে কেনা হবে, এ নিয়ে এখন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন বিদেশি কোম্পানি এতে আগ্রহ দেখালেও বাস কেনার প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবে বলে জানা গেছে।
এই প্রকল্পে বিস্তর দুর্নীতির তথ্য বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ফাওজুল কবির বলেন, ‘বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। পূর্বের দুর্নীতি নিয়ে কারো কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে, তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে।
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রবিবার সকালে জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত চার জোড়া কমিউটার ট্রেনেরও উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘গণপরিবহনের ওপর গুরুত্বারোপ করে বিজয় দিবস উপলক্ষে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এতে জনসাধারণ স্বল্প ব্যয়ে দ্রুত ঢাকা-গাজীপুর যাতায়াত করতে পারবেন।’
তিনি এসময় জানান, আগামী ২৬ মার্চ ঢাকা-নরসিংদী-ঢাকা ও ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করতে কাজ করছে রেলপথ মন্ত্রণালয়।
দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান।
জয়ন্ত সাহা/মাহফুজ/এমএ/