ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

খাদ্যের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি সৈয়দা রিজওয়ানা হাসানের

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
খাদ্যের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি সৈয়দা রিজওয়ানা হাসানের
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশনের কাছে খাদ্যের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম বিএআরএফ আয়োজিত ‘কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাওসার আজম।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কৃষিকে পানি থেকে বা পানিকে কৃষি থেকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই। বরং একসঙ্গে কাজ করতে হবে।

একটি দেশের মানুষের প্রধান চাহিদাই হচ্ছে খাদ্য উল্লেখ করে তিনি বলেন, 'এখন যেহেতু সংবিধান সংস্কার কমিশন কাজ করছে। তাদের কাছে এ দাবি তুলতে হবে খাদ্যের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য।'

তিনি বলেন,  'আমরা হাইব্রিড যুগে পৌঁছে গেছি। খাদ্য বলেন আর যা কিছু বলেন আমাদের সবকিছু বেশি করে উৎপাদন করতে হবে। রাষ্ট্রও অধিক পরিমাণ খাদ্য উৎপাদনে জোর করছে। কিন্তু আমি বলবো আমাদের অধিক খাদ্য উৎপাদনের সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদনেও মনোযোগ দিতে হবে।'

কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি মন্ত্রণালয়ের কাজ এত ব্যপক, সারাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব যে মন্ত্রণালয়ের হাতে। তাদের জন্য প্রতি বছর যে বরাদ্দ থাকে সেটা অনেক বড় একক প্রকল্পের চেয়েও কম। এই জায়গায় পরিবর্তন দরকার।

তিনি বলেন, আমরা খামারি নামের একটি অ্যাপ তৈরি করছি। যেখানে জমির পরিমান অনুযায়ী মাটির উর্বরতা বিবেচনায় নিয়ে কোন ফসল ভালো ফলবে, কতটুকু সার লাগবে, কি প্রযুক্তি ব্যবহার করা হবে এবং সর্বোপরি আবহাওয়া উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাওয়া যাবে চাষাবাদের ক্ষেত্রে। দ্রুতই এই অ্যাপটির কার্যক্রম শুরু হবে।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অধিক কৃষি উৎপাদনের পাশাপাশি মাটির স্বাস্থ্যও ধরে রাখতে হবে। উৎপাদন দুইভাবে বাড়ানো যায়। এক হলো জমি বাড়ানো। আর অন্যটি হলো উৎপাদনশীলতা বাড়ানো। জমি বাড়ানোর যেহেতু সুযোগ কম একারণে উৎপাদনশীলতা বাড়াতে হবে। এর জন্য গবেষণার মাধ্যমে উন্নত জাত উদ্ভাবনের বিকল্প নেই।  

বাংলাদেশ সীড এসোসিয়েশনের মহাসচিব ড. আলী আফজাল কিনোট পেপার উপস্থাপনায় বলেন,  বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের যে সকল সমস্যায় প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে তা হলো বনাঞ্চল উজার, লবণাক্ততা, পানি দূষণ, প্রাকৃতিক দূর্যোগ, জমির অবক্ষয়, অপরিকল্পিত নগরায়ন, পয়ঃনিষ্কাশন ও শিল্পবর্জর পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে কৃষিতে ক্রমাগত নেতিবাচক প্রভাব পড়ছে। এ সকল চ্যালেঞ্জ দেশের কৃষি, অর্থনীতি এবং জনগণের জীবিকার উপর ব্যাপক প্রভাব ফেলছে। বৈশ্বিক জলবায়ু সংকট তীব্র হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলি আরও গুরুতর হয়ে উঠছে, যা দেশের লাখ লাখ মানুষ এবং দেশের উন্নয়নকে প্রভাবিত করছে। 

তিথি/মেহেদী

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সৌদি আরব ও মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ‘ওয়ার্কার ফেয়ার’ নামে টিকিট মূল্য হ্রাস করেছে। বর্তমানে কর ছাড়া বিমান ভাড়া সৌদি আরবের জেদ্দায় ৪৮০ ডলার (প্রায় ৫৮ হাজার টাকা, ডলারপ্রতি ১২১ টাকা ধরে), রিয়াদ ও দাম্মামে ৪০০ ডলার (প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা), মদিনায় যাওয়ার জন্য ৪৩০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) নির্ধারণ করা ছিল। সেটি কমিয়ে এসব রুটের ভাড়া ৩৬০ ডলার (প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা) করা হয়েছে। অপরদিকে ঢাকা টু কুয়ালালামপুর রুটে ১৭৫ ডলারের (প্রায় ২১ হাজার টাকা) পরিবর্তে কমিয়ে ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা) করা হয়েছে।

এই ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত প্রযোজ্য হবে এবং যাত্রীকে বিএমইটি কার্ডধারী শ্রমিক হতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘ওয়ার্কার ফেয়ার’ নামের এই সুবিধা পেতে যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে। ওমরাহ, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না। এ ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো বিক্রয় কেন্দ্র, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিথি/মাহফুজ

কীর্তনখোলায় ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্নে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
কীর্তনখোলায় ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্নে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন রুবেল (২২), মানিক (৩০), মান্না (২৫) ও সম্পদ আলী (২৮)।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বরিশালের কীর্তনখোলায় যমুনা অয়েলের একটি ডিপোতে তেল আনলোড করার সময় ট্রলারটিতে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় চারজন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্নের জরুরি বিভাগে আনা হয়।

ডা. শাওন বলেন, দগ্ধদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের শরীরের ৬০ শতাংশ, মান্নার শরীরের ৬৬ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এইচডিইউতে ভর্তি করা হয়েছে। 

আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।

সম্মেলনে যোগ দেওয়ায় ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে। আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আল ওয়াইস বলেন, ‘ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।’

তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আরব আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলো প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান। 

তিনি ১০ লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সালমান/

 

ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক শাহজাহান মিয়া

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক শাহজাহান মিয়া
মো. শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান মিয়া। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজ দায়িত্বের অতিরিক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মো. শাহজাহান মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। 

বার্ন ইনস্টিটিউটের নতুন পরিচালক নাসির উদ্দীন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
বার্ন ইনস্টিটিউটের নতুন পরিচালক নাসির উদ্দীন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

আরিফ সাওন/মাহফুজ