ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

পরিবেশযোদ্ধাদের স্বীকৃতির দাবি উপদেষ্টা রিজওয়ানার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
পরিবেশযোদ্ধাদের স্বীকৃতির দাবি উপদেষ্টা রিজওয়ানার
ছবি: বাসস

পরিবেশ যোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করতে হবে। হারিয়ে যাওয়া প্রাণী ফিরিয়ে আনা যায় না, এটি আমাদের বুঝতে হবে। পরিবেশ রক্ষাকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে সবাইকে কাজ করতে হবে। জনগণের মতামত প্রতিষ্ঠা এবং সমস্যার সমাধান করতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করা হচ্ছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে। পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দেশের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে। অগ্রাধিকার ঠিক করে খাল দখল ও দূষণমুক্ত করা হচ্ছে। সব নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ বেকস্ট্রম।

বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এ বছর পদক পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় ‘হালদা এবং মনজুরুল কিবরিয়াকে আলাদা করা যাবে না‘ বলে মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সিফাত/এমএ/

ইংরেজি ভাষাতেও মিলবে ৯৯৯ সেবা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
ইংরেজি ভাষাতেও মিলবে ৯৯৯ সেবা
জাতীয় জরুরি সেবা-৯৯৯

জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বর বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সেবা দেওয়া শুরু করেছে। মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে ফোন করে এই সেবা নিতে পারবেন বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকরাও। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরের প্রধান ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। 

এতে আরও বলা হয়, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে এই সেবাটি চালু হয়েছে। ইংরেজি ভাষাভাষী জরুরি সেবাপ্রার্থীদের সহায়তার জন্য প্রতিদিন তিনটি ডিউটি শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক বরাদ্দ করা হয়েছে। ৯৯৯ নম্বরে ডায়াল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বর। বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত একটি জাতীয় জরুরি হেল্পডেস্কের অধীনে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসসংক্রান্ত পরিষেবাগুলো দেওয়া হয়।

এনআইওএইচসি সভাপতির দায়িত্ব নিল নৌবাহিনী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯ পিএম
এনআইওএইচসি সভাপতির দায়িত্ব নিল নৌবাহিনী
নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

গত ১১-১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এনআইওএইচসির ২৪তম সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর দুই সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। 

আইএসপিআর জানায়, এই সভায় বাংলাদেশ ছাড়াও কমিশনের সদস্যরাষ্ট্র মিসর, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের পাশাপাশি ছয়টি সহযোগী সদস্যরাষ্ট্র ও তিনটি পর্যবেক্ষক দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় হাইড্রোগ্রাফি কর্মকাণ্ডের মানোন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সুনীল অর্থনীতি প্রসারে হাইড্রোগ্রাফির ভূমিকা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নিরাপদ নৌচলাচলে হাইড্রোগ্রাফির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়াও সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৪ (জলজ জীবন) অর্জনে হাইড্রোগ্রাফির ভূমিকা বিষয়ে আলোচনা হয়। 

আইএসপিআর আর জানায়, কমিশনের ২৪তম সভার সমাপনী দিনে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ সালের জন্য থাইল্যান্ড নৌবাহিনীর কাছ থেকে এনআইওএইচসির সভাপতির দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী। এনআইওএইচসির সভাপতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপদ ও কার্যকর নৌপরিবহন নিশ্চিত করতে হাইড্রোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

অপারেশন ডেভিল হান্ট: পাঁচ দিনে গ্রেপ্তার ৩৪১৫

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
অপারেশন ডেভিল হান্ট: পাঁচ দিনে গ্রেপ্তার ৩৪১৫
খবরের কাগজ গ্রাফিকস

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত) আরও ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিনের অভিযানে মোট ৩ হাজার ৪১৫ জনকে গ্রেপ্তার করা হলো। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে বৃহস্পতিবার ৫৬৬ জন এবং নিয়মিত মামলার অভিযানে আরও ১ হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টের অভিযানে এ সময় জব্দ করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ডেভিল হান্ট অভিযানে গতকাল বুধবার ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়। তার আগে মঙ্গলবার ৬০৭ জন, সোমবার ৩৪৩ জন ও রবিবার গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ: ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন। 

তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ টি এম মনিরুল হাসান টিটুও রয়েছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১২ জন ও বিভিন্ন মামলার অভিযুক্ত ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আরও সাতজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। 

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানার পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানোর সময় তাদের স্বজনরা থানা প্রাঙ্গণে আসেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে ও সিংড়া উপজেলা পৌর শহরের শোলাকুড়া এলাকা থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে চাঁদপুর সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরার শালিখায় আল আমিন কাজী নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, বন্দুকের গুলি, ১২টি রামদা, ১টি চায়নিজ কুড়াল জব্দ করা হয়েছে।

আয়নাঘরের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে: উপদেষ্টা আসিফ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম
আয়নাঘরের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে: উপদেষ্টা আসিফ
‘তারুণ্য উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি: খবরের কাগজ

আয়নাঘর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ আয়নাঘরে যে নৃশংসতা চালিয়েছে সেটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের সমর্থকরা তাদের এই অপকর্ম অস্বীকার করতে পারবে না। তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে এটাকে অস্বীকার করছে। আয়নাঘরের নথি আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই মাসের নৃশংসতা নথিভুক্তকরণের প্রসঙ্গ উল্লেখ করে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিবাদী শক্তিগুলি জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনসাধারণের শত্রু হিসেবে স্থায়ীভাবে বিবেচিত হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ জাওয়াদ/এমএ/

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সৌদি আরব ও মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ‘ওয়ার্কার ফেয়ার’ নামে টিকিট মূল্য হ্রাস করেছে। বর্তমানে কর ছাড়া বিমান ভাড়া সৌদি আরবের জেদ্দায় ৪৮০ ডলার (প্রায় ৫৮ হাজার টাকা, ডলারপ্রতি ১২১ টাকা ধরে), রিয়াদ ও দাম্মামে ৪০০ ডলার (প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা), মদিনায় যাওয়ার জন্য ৪৩০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) নির্ধারণ করা ছিল। সেটি কমিয়ে এসব রুটের ভাড়া ৩৬০ ডলার (প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা) করা হয়েছে। অপরদিকে ঢাকা টু কুয়ালালামপুর রুটে ১৭৫ ডলারের (প্রায় ২১ হাজার টাকা) পরিবর্তে কমিয়ে ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা) করা হয়েছে।

এই ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত প্রযোজ্য হবে এবং যাত্রীকে বিএমইটি কার্ডধারী শ্রমিক হতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘ওয়ার্কার ফেয়ার’ নামের এই সুবিধা পেতে যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে। ওমরাহ, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না। এ ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো বিক্রয় কেন্দ্র, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিথি/মাহফুজ