ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সংস্কারের প্রশ্নে ছাড় দিতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
সংস্কারের প্রশ্নে ছাড় দিতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমাদের অবস্থান থেকে যদি কিছুটা ছাড়ও দিতে হয়, সেই ছাড় দেওয়ার প্রস্তুতিও আমাদের রাখতে হবে। আমাদের সংস্কারের বিষয়ে একমত হতে হবে। এ ক্ষেত্রে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। কী কী সংস্কার প্রয়োজন, কে করবেন, কত দিনে করবেন, কীভাবে তা কার্যকরী হবে। আগামী দিনগুলোতে আমাদের সে সিদ্ধান্তগুলো নিতে হবে।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী সংলাপের গতকাল ছিল প্রথম দিন। এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)।

রাজনৈতিক-সামাজিক খাতে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিজওয়ানা বলেন, ‘এবার সংস্কারে পিছপা হলে চলবে না। জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন হবে। কারণ মানুষের প্রত্যাশার সঙ্গে যদি আমাদের গ্যাপ থেকে যায়, তাহলে আমরা বারবার রাজনৈতিক অস্বস্তি ও জটিলতার মধ্যে পড়ব।’ 

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘ক্ষমতা প্রয়োগে সরকারের পাশাপাশি জনগণের অংশগ্রহণ প্রয়োজন। ছকে ফেলা রাজনীতি বদলানোর বা বৈষম্য দূর করার যাত্রা সহজ হওয়ার নয়। এ যাত্রায় আমাদের খুবই কঠিন রাস্তার ওপর দিয়ে যেতে হবে।’

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সৌদি আরব ও মালয়েশিয়াগামী শ্রমিকদের জন্য নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ‘ওয়ার্কার ফেয়ার’ নামে টিকিট মূল্য হ্রাস করেছে। বর্তমানে কর ছাড়া বিমান ভাড়া সৌদি আরবের জেদ্দায় ৪৮০ ডলার (প্রায় ৫৮ হাজার টাকা, ডলারপ্রতি ১২১ টাকা ধরে), রিয়াদ ও দাম্মামে ৪০০ ডলার (প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা), মদিনায় যাওয়ার জন্য ৪৩০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) নির্ধারণ করা ছিল। সেটি কমিয়ে এসব রুটের ভাড়া ৩৬০ ডলার (প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা) করা হয়েছে। অপরদিকে ঢাকা টু কুয়ালালামপুর রুটে ১৭৫ ডলারের (প্রায় ২১ হাজার টাকা) পরিবর্তে কমিয়ে ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা) করা হয়েছে।

এই ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত প্রযোজ্য হবে এবং যাত্রীকে বিএমইটি কার্ডধারী শ্রমিক হতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘ওয়ার্কার ফেয়ার’ নামের এই সুবিধা পেতে যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে। ওমরাহ, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না। এ ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো বিক্রয় কেন্দ্র, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিথি/মাহফুজ

কীর্তনখোলায় ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্নে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
কীর্তনখোলায় ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্নে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন রুবেল (২২), মানিক (৩০), মান্না (২৫) ও সম্পদ আলী (২৮)।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বরিশালের কীর্তনখোলায় যমুনা অয়েলের একটি ডিপোতে তেল আনলোড করার সময় ট্রলারটিতে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় চারজন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্নের জরুরি বিভাগে আনা হয়।

ডা. শাওন বলেন, দগ্ধদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের শরীরের ৬০ শতাংশ, মান্নার শরীরের ৬৬ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এইচডিইউতে ভর্তি করা হয়েছে। 

আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।

সম্মেলনে যোগ দেওয়ায় ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে। আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আল ওয়াইস বলেন, ‘ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।’

তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আরব আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলো প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান। 

তিনি ১০ লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সালমান/

 

ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক শাহজাহান মিয়া

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
ঢাকা দক্ষিণের নতুন প্রশাসক শাহজাহান মিয়া
মো. শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান মিয়া। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজ দায়িত্বের অতিরিক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মো. শাহজাহান মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। 

বার্ন ইনস্টিটিউটের নতুন পরিচালক নাসির উদ্দীন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
বার্ন ইনস্টিটিউটের নতুন পরিচালক নাসির উদ্দীন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

আরিফ সাওন/মাহফুজ