অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত) আরও ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিনের অভিযানে মোট ৩ হাজার ৪১৫ জনকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে বৃহস্পতিবার ৫৬৬ জন এবং নিয়মিত মামলার অভিযানে আরও ১ হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টের অভিযানে এ সময় জব্দ করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ডেভিল হান্ট অভিযানে গতকাল বুধবার ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়। তার আগে মঙ্গলবার ৬০৭ জন, সোমবার ৩৪৩ জন ও রবিবার গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন।
তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ টি এম মনিরুল হাসান টিটুও রয়েছেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১২ জন ও বিভিন্ন মামলার অভিযুক্ত ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আরও সাতজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই (ঢাকা): ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানার পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানোর সময় তাদের স্বজনরা থানা প্রাঙ্গণে আসেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে ও সিংড়া উপজেলা পৌর শহরের শোলাকুড়া এলাকা থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে চাঁদপুর সদর উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরার শালিখায় আল আমিন কাজী নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, বন্দুকের গুলি, ১২টি রামদা, ১টি চায়নিজ কুড়াল জব্দ করা হয়েছে।