গাজীপুরে ছাত্র-জনতার ওপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন রবিবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরসহ সারা দেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ অপরাধীরা রয়েছেন।
পুলিশ সদর দপ্তর খবরের কাগজকে জানিয়েছে, শনিবার রাতে অভিযান শুরুর পর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মেট্রোপলিটন বা মহানগর এলাকায় ২৭৪ জন ও রেঞ্জের অধীনে দেশের বিভিন্ন জেলা থেকে ১ হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো এ-সংক্রান্ত খবর-
গাজীপুরে আ.লীগ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৭৫
গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন ও মহানগরের আট থানা এলাকা থেকে আওয়ামী লীগের ৪২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক জানান, অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর মহানগরের আটটি থানায় ৪২ জনকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে গাজীপুর মহানগরের পুবাইল থানায় ২ জন, মেট্রো সদর থানায় ১৬, বাসন থানায় ৭, টঙ্গী পূর্ব থানায় ৭, গাছা থানায় ৫, কোনাবাড়ী থানায় ২ ও কাশিমপুর থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামে গ্রেপ্তার ২০
চট্টগ্রামে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের জনসংযোগ শাখার এসআই ইমরান হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসু, সৌরভ, জোবায়ের হোসেন রানা, সিফাইতুল্লাহ আজম ওয়াছি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসম্পাদক আরাফাত রহমান, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. ইসমাইল, তন্ময় সেন শিবু, এমরান হোসেন মনির, জাবেদ উদ্দিন সাজু, দিলু মিয়া, রাজিবুর রহমান রুবেল, রেখা আলম চৌধুরী, কামরান উদ্দিন, হানিফ, কায়েস, আরিফ হোসেন, গাফফার হোসেন, আক্তার জালাল বাবু, সোহেল, রাসেল আহমেদসহ ২০ জন।
এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
গুইমারায় ছাত্রলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার সোহাগ মিয়া, মো. সেলিম, আবদুর রহিম ও মো. আজিজুল।
এদের বিরুদ্ধে জেলার গুইমারা থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী।
হাতিয়ায় সাত আ.লীগ নেতা আটক
নোয়াখালীর হাতিয়ায় সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালাম বিটু, নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আজিম উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান, আবদুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস হাওলাদার ও সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কুমারখালীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত ও উপদপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।
রবিবার ভোরে উপজেলার পদ্মপুকুরঘাট এলাকা থেকে মেজবাউল হক হৃদয়কে ও দুপুর ১২টার দিকে উপজেলা মোড় থেকে খন্দকার মোবিন হাসান প্রান্তকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ।
শেরপুরে ছাত্রলীগ-ওলামা লীগের তিনজন গ্রেপ্তার
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতা ও জেলা ওলামা লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা ও শেরপুর শহরের নিজ বাসা থেকে ওলামা লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক রুবেল ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম। একই দিন জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে শেরপুর শহরের বাগরাকসার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা ছিল।
সদর থানার ওসি জুবায়দুল আলম ও ঝিনাইগাতী থানার ওসি আল-আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলেন জনতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে স্থানীয় জনতা আটক করে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করেছেন।
রবিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজারে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেন।
নাগেশ্বরীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে অভিযান চালিয়ে নেওয়াশী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের বাঁশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক ইউপি সদস্য আবদুর রহিম ওরফে রহিম মেম্বার ও যুবলীগ নেতা মো. রহিম।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
হবিগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর হলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ও শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ।
খোকসায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকিব খান টিপু, পৌরসভার হেলালপুর গ্রামের এনামুল হক ও রাধানগর গ্রামের শাহিন খান (৫১)।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, এদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
ঠাকুরগাঁওয়ে ১৫ জন গ্রেপ্তার
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে সদর উপজেলার ভেলাজান গ্রামের মো. শামছুল হক, দেহন গ্রামের মো. শাহাদৎ আলী, দানার হাট গ্রামের মো. মেহেদী হাসান, হরিনারায়ণপুর গ্রামের মো. আব্দুল আউয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পীরগঞ্জের পশ্চিম রঘুনাথপুর গ্রামের ঋত্বিক রোশন রাব্বি, সনগাঁও গ্রামের মো. সাগর আলী, রুহিয়ার আসাননগর গ্রামের মো. তাহেরুল ইসলাম, কশালগাঁও গ্রামের মো. সাদেকুল ইসলাম, রানীশংকৈলের কলেজপাড়া বন্দর গ্রামের মো. স্বাধীন বসাক, দোশিয়া গ্রামের মো. লুৎফর রহমান, বালিয়াডাঙ্গীর বড়বাড়ি রূপগঞ্জ গ্রামের মো. সাজিদুর রহমান, মো. জয়নুল হক, মমিনটলা গ্রামের মো. শাহেদ আলী, বোবরা গ্রামের মো. জিন্নাহ আলী ও মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
রাঙামাটিতে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অন্য দুজন হলেন সদর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহ জালাল মাঝি ও পৌর শ্রমিক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলা মিয়া।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
বরিশালে আ.লীগ নেত্রী গ্রেপ্তার
মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লায় আ.লীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন মিয়া, দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাত থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।