ঢাকা ২৭ মাঘ ১৪৩১, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’ হৃদয়ে লালন করতে হবে: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:২৬ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম
‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’ হৃদয়ে লালন করতে হবে: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’ মানব সৃষ্টির মহান উদ্দেশ‍্য প্রতিপালনে ‘দেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’। পরকালের কথা চিন্তা করে দেশের এ ক্রান্তিকালে দুর্নীতি নির্মূল করতে, দেশের জনগণের জান-মালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজারমূল্য নিয়ন্ত্রণ, প্রকৃত গণতন্ত্র ও স্বচ্ছ ভোটাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি সৎ-সাহসী দেশপ্রেমিকদের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।

শনিবার (১৮ জানুয়ারি) দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের ২৪টি থানার আহ্বায়ক কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাড. হুমায়ূন কবির ভূঁইয়া।

তিনি জরুরি ভিত্তিতে প্রতিটি মন্ত্রণালয়ে সৎ-সাহসী নির্মোহ ১০ জন বিশেষজ্ঞ নিয়োগ করে সিঙ্গাপুরের লি কুয়ান ইউ ও মালয়েশিয়ার মাহাথির বিন মোহাম্মদের অনুকরণে প্রতিটি অফিস আদালতের দুর্নীতি নির্মূলের ব‍্যবস্হা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে আবারও অনুরোধ করেন।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, কর্নেল (অব.) ডক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যাপক ডক্টর সৈয়দ মো. শামছুদ্দীন, ডক্টর আব্দুল হক তালুকদার, ডক্টর শফিকুল ইসলাম কানু, কাদের মন্ডল, হালিম শরীফ, এস কে ইসলাম, মোহাম্মদ আলী, মাহফুজা আক্তার, জান্নাতুল করিম খোকন, উইং কমান্ডার আমিনুল ইসলাম (অব.) প্রফেসর ড. জহিরউদ্দিন মাহমুদ, অধ্যাপক মিজানুর রহমান, অ্যাড. হারুন উর রশিদ ভূঁইয়া, অধ‍্যাপক ইউনুস হাসান, স্কোয়ার্ডন লিডার শামস জামান, কাজী সারোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, কবির হোসেন, তালুকদার মনিরুজ্জাম মনির, কাজী আলম, নাফিজ মাহবুব প্রমুখ। 

এমএ/

জানুয়ারিতে ১৬২ কোটি টাকার চোরাচালান জব্দ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম
জানুয়ারিতে ১৬২ কোটি টাকার চোরাচালান জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ

চলতি বছরের গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৬২ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রূপা, ডায়মন্ড, শাড়ি, পোশাক, বিভিন্ন প্রকার বীজ, বিভিন্ন প্রকার ফল, কষ্টিপাথর ও বিভিন্ন ধরনের গাড়ি। এ ছাড়া পিস্তল, রাইফেল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩০৮ জন১ বাংলাদেশি নাগরিক ও ১৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশকালে ১ হাজার ৫৩৮ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনের পানি সেচে কী পাওয়া গেল?

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
ধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনের পানি সেচে কী পাওয়া গেল?
ধানমন্ডি ৩২ নম্বরে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানি নিষ্কাশন করার পর সন্দেহজনক কিছু মেলেনি। ছবি: খবরের কাগজ

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে জনমনে তৈরি হয় রহস্যের ধূম্রজাল। তবে রবিবার (৯ ফেব্রুয়ারি) ওই বেজমেন্ট নিয়ে রহস্যের অবসান ঘটল। সেখানে জমে থাকা পানি নিষ্কাশন করার পর সন্দেহজনক কিছু মেলেনি। মিলেছে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি নিষ্কাশন করেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

অনেকে ওই বেজমেন্টে ‘আয়নাঘর’ আছে বলে সন্দেহ পোষণ করেছিলেন। সেই রহস্য উন্মোচনেই সেখানে জমে থাকা পানি নিষ্কাশন হয়।

রবিবার ওই ভবনের বেজমেন্টে পানি নিষ্কাশনের কাজ পরিচালনা করে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট। দুপুরে ইউনিটগুলো ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ত্যাগ করে।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আমাদের ডাকা হয়েছিল পানি নিষ্কাশনের জন্য। নিষ্কাশনের কাজ শেষে ফায়ার সার্ভিসের ইউনিট সেখান থেকে চলে যায়। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই।’

সরেজমিন দেখা গেছে, ওই বেজমেন্টের পানি নিষ্কাশনের জন্য কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বেজমেন্টের প্রথম তলার পানি নিষ্কাশনের পর পরই দ্বিতীয় তলার পানিও নিষ্কাশন করা হয়। এর মধ্যে কয়েকজন শ্রমিক জমে থাকা পানিতে নেমে হাত দিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি করছিলেন। তবে অনেকক্ষণ হাতড়ে সেখানে কিছু না পেয়ে উঠে আসতে বাধ্য হন তারা। পানি সম্পূর্ণ নিষ্কাশন হয়ে গেলে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। জায়গায় জায়গায় ভাঙা ইটের টুকরো দেখা গেছে। 

পানি নিষ্কাশনের কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একজন কর্মী বলেন, ‘সেখানে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারব না।’ 

পঞ্চম দিনেও ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়

ধানমন্ডি ৩২ নম্বরে পঞ্চম দিনেও চলছিল ভাঙার কাজ। এই ভাঙচুর দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় দেখা যায়। বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পরবর্তী পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন তারা। এদিকে শিক্ষার্থীদের অনেককে সেখানে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। এদিকে নির্মাণাধীন ভবনের রহস্যঘেরা ওই বেজমেন্ট দেখতে এসেছিলেন অনেকে। পানি নিষ্কাশনের সময়ও অনেক উৎসুক জনতা দাঁড়িয়ে দেখছিলেন। 

এদিকে ভাঙারি শ্রমিক ও টোকাইরা লোহা, ইট, বালি সংগ্রহের কাজ করছিলেন। গুঁড়িয়ে দেওয়া ওই বাড়ির দেয়াল, ঢালাইসহ সব ভেঙে তারা লোহার রড সংগ্রহে ব্যস্ত ছিলেন।

অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৩০৮

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৩০৮
খবরের কাগজ গ্রাফিকস

গাজীপুরে ছাত্র-জনতার ওপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন রবিবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরসহ সারা দেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ অপরাধীরা রয়েছেন। 

পুলিশ সদর দপ্তর খবরের কাগজকে জানিয়েছে, শনিবার রাতে অভিযান শুরুর পর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মেট্রোপলিটন বা মহানগর এলাকায় ২৭৪ জন ও রেঞ্জের অধীনে দেশের বিভিন্ন জেলা থেকে ১ হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো এ-সংক্রান্ত খবর-

গাজীপুরে আ.লীগ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৭৫

গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন ও মহানগরের আট থানা এলাকা থেকে আওয়ামী লীগের ৪২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক জানান, অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি। 

গাজীপুর মহানগরের আটটি থানায় ৪২ জনকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে গাজীপুর মহানগরের পুবাইল থানায় ২ জন, মেট্রো সদর থানায় ১৬, বাসন থানায় ৭, টঙ্গী পূর্ব থানায় ৭, গাছা থানায় ৫, কোনাবাড়ী থানায় ২ ও কাশিমপুর থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

চট্টগ্রামে গ্রেপ্তার ২০

চট্টগ্রামে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের জনসংযোগ শাখার এসআই ইমরান হোসেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসু, সৌরভ, জোবায়ের হোসেন রানা, সিফাইতুল্লাহ আজম ওয়াছি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসম্পাদক আরাফাত রহমান, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. ইসমাইল, তন্ময় সেন শিবু, এমরান হোসেন মনির, জাবেদ উদ্দিন সাজু, দিলু মিয়া, রাজিবুর রহমান রুবেল, রেখা আলম চৌধুরী, কামরান উদ্দিন, হানিফ, কায়েস, আরিফ হোসেন, গাফফার হোসেন, আক্তার জালাল বাবু, সোহেল, রাসেল আহমেদসহ ২০ জন। 

এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

গুইমারায় ছাত্রলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার 

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার সোহাগ মিয়া, মো. সেলিম, আবদুর রহিম ও মো. আজিজুল। 

এদের বিরুদ্ধে জেলার গুইমারা থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী।

হাতিয়ায় সাত আ.লীগ নেতা আটক

নোয়াখালীর হাতিয়ায় সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালাম বিটু, নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আজিম উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান, আবদুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস হাওলাদার ও সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

কুমারখালীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত ও উপদপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়। 

রবিবার ভোরে উপজেলার পদ্মপুকুরঘাট এলাকা থেকে মেজবাউল হক হৃদয়কে ও দুপুর ১২টার দিকে উপজেলা মোড় থেকে খন্দকার মোবিন হাসান প্রান্তকে গ্রেপ্তার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ।

শেরপুরে ছাত্রলীগ-ওলামা লীগের তিনজন গ্রেপ্তার

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতা ও জেলা ওলামা লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা ও শেরপুর শহরের নিজ বাসা থেকে ওলামা লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক রুবেল ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম। একই দিন জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে শেরপুর শহরের বাগরাকসার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা ছিল। 

সদর থানার ওসি জুবায়দুল আলম ও ঝিনাইগাতী থানার ওসি আল-আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলেন জনতা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে স্থানীয় জনতা আটক করে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করেছেন। 

রবিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজারে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেন। 

নাগেশ্বরীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে অভিযান চালিয়ে নেওয়াশী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাঁশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক ইউপি সদস্য আবদুর রহিম ওরফে রহিম মেম্বার ও যুবলীগ নেতা মো. রহিম। 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

হবিগঞ্জে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর হলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ও শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ।

খোকসায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকিব খান টিপু, পৌরসভার হেলালপুর গ্রামের এনামুল হক ও রাধানগর গ্রামের শাহিন খান (৫১)। 

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, এদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

ঠাকুরগাঁওয়ে ১৫ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর মধ্যে সদর উপজেলার ভেলাজান গ্রামের মো. শামছুল হক, দেহন গ্রামের মো. শাহাদৎ আলী, দানার হাট গ্রামের মো. মেহেদী হাসান, হরিনারায়ণপুর গ্রামের মো. আব্দুল আউয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পীরগঞ্জের পশ্চিম রঘুনাথপুর গ্রামের ঋত্বিক রোশন রাব্বি, সনগাঁও গ্রামের মো. সাগর আলী, রুহিয়ার আসাননগর গ্রামের মো. তাহেরুল ইসলাম, কশালগাঁও গ্রামের মো. সাদেকুল ইসলাম, রানীশংকৈলের কলেজপাড়া বন্দর গ্রামের মো. স্বাধীন বসাক, দোশিয়া গ্রামের মো. লুৎফর রহমান, বালিয়াডাঙ্গীর বড়বাড়ি রূপগঞ্জ গ্রামের মো. সাজিদুর রহমান, মো. জয়নুল হক, মমিনটলা গ্রামের মো. শাহেদ আলী, বোবরা গ্রামের মো. জিন্নাহ আলী ও মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাঙামাটিতে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অন্য দুজন হলেন সদর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহ জালাল মাঝি ও পৌর শ্রমিক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলা মিয়া। 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। 

বরিশালে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রবিবার দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

কুমিল্লায় আ.লীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন মিয়া, দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার রাত থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম
দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম। 

তিনি বলেন, ‘আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন।’

সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ পাঠান। 

‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শাইখ মুহাম্মাদ বিন রশিদ আল মাখতুমের নেতৃত্বে ২০১৩ সালে গঠিত সরকারগুলোর অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এক দশক ধরে প্ল্যাটফর্মটি ১৪০টি দেশের আন্তর্জাতিক সংস্থা, চিন্তাবিদ, বৈশ্বিক সিদ্ধান্তগ্রহীতা এবং বেসরকারি নেতাদের একত্রিত করার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে কাজ করে যাচ্ছে। 

রফিকুল আলম জানান, এবারের সম্মেলনে অংশগ্রহণকারী সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করবে, যা সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে। 

তিনি বলেন, দুবাইয়ের সঙ্গে টেক্সটাইল, কৃষিপণ্য এবং জ্বালানি ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমবর্ধমান। উভয় দেশ জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছে এবং সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের অবকাঠামো, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করছে। 

রফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা এই সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের স্মারক ডাকটিকিট অবমুক্ত

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের স্মারক ডাকটিকিট অবমুক্ত
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ডাকটিকিট অবমুক্ত করেন। ছবি: পিআইডি

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের ডেটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীরা যে ভূমিকা রেখেছেন, তা তুলে ধরা হয়েছে ডাক টিকিটটিতে।

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্যাসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তার পাশাপাশি আন্দোলনকালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি ও প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা জুগিয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছে, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে। সূত্র: বাসস