ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

লাহোরের বাতাসের চেয়ে আজ ঢাকার বাতাস ভালো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম
লাহোরের বাতাসের চেয়ে আজ ঢাকার বাতাস ভালো
ছবি : সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও প্রথম স্থানে পাকিস্তানের জনবহুল শহর লাহোর। আর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অবস্থান পঞ্চম।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা ৫২মিনিটে একিউআই স্কোর ৪৪১ নিয়ে এই অবস্থানে রয়েছে লাহোর। আর ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম ঢাকা।

ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ৩৪৮ ও ২২২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

যখন অতি ক্ষুদ্রকণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়।

সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকতে পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

অমিয়/

ভালোবাসা দিবসের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
ভালোবাসা দিবসের আবহাওয়ার পূর্বাভাস
ছবি: খবরের কাগজ গ্রাফিকস

ভালোবাসা দিবসে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমার পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বর্ধিত ৫ দিনের পরে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

সুমন/

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ অভিবাসনপ্রত্যাশী
ছবি : সংগৃহীত

লিবিয়ার বেনগাজী থেকে ১৪৫ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় বোরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব অভিবাসনপ্রত্যাশীর বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

দেশে ফেরত আসার পর এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়াতে না যান, এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্যসমগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সাথে কাজ করে যাচ্ছে।

অমিয়/

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম
২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি
ছবি: সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় যেসব বিডিয়ার সদস্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের বেআইনি প্রক্রিয়ায় জামিন বা মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা। পাশাপাশি ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

গতকাল বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

পিলখানায় শহিদ সেনা পরিবারের সংগঠন ‘শহিদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক পিলখানায় নিহত শহিদ কর্নেল মজিবুর হকের স্ত্রী নারিন ফেরদৌস। এ সময় শহিদ অন্য সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডে শহিদ পরিবারের জন্য ফেব্রুয়ারি মাসটি অনেক কষ্টের। আমরা দিন গুনতে থাকি মাসটি কখন শেষ হবে। পিলখানা হত্যাকাণ্ডে শহিদ পরিবাররা ‘শহিদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন করেছে। ইতোমধ্যে এ সংগঠনের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা এ সংগঠনের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহিদ সেনা দিবস ঘোষণার দাবি জানাচ্ছি। আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। শহিদ সেনা অ্যাসোসিয়েশন নামে ফেসবুক পেজ রয়েছে। এর মাধ্যমে আমরা নিয়মিত আমাদের কার্যক্রম তুলে ধরব।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাষ্ট্রের যেকোনো মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সরকারকে নিশ্চিত করতে হবে, সবাই যেন ন্যায়বিচার পান। গত ২৯ জানুয়ারি প্রেস কনফারেন্সের পর আমরা শহিদ পরিবাররা দাবি করেছিলাম, যেন ন্যায়বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে অবিলম্বে মুক্তি দেওয়া না হয়। এরপর থেকে আমরা, আমাদের সদস্যরা কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছি, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জেলের ভেতর যেসব বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, সেই রহস্যও উন্মোচন করার আহ্বান জানাই।

এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে তদন্ত দল গঠন করবে ইসি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম
এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে তদন্ত দল গঠন করবে ইসি
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য ফাঁস ঠেকাতে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মনিটর করতে তদন্ত দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

গতকাল বুধবার এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, জনবলের অভাবে চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই করা সম্ভব হচ্ছে না। আপাতত একটি টিম গঠন করা হবে, যেকোনো সময় তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ওই টিম যে তথ্য চাইবে তা দিতে হবে। কোনো সমস্যা না থাকলে তো ভালো। আর সমস্যা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সম্প্রতি জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা গ্রহণকারী পাঁচ প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। সেগুলো হলো অর্থ মন্ত্রণালয়ের আইবাস, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি ও মহিলাবিষয়ক অধিদপ্তর। চুক্তির শর্ত ভঙ্গকারী ওই সব প্রতিষ্ঠানকে এরই মধ্যে শোকজ করা হয়েছে। শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ওঠা তথ্য ফাঁসের ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ পর্যায়ে ১৮২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির তথ্য যাচাই করে। প্রাথমিক তদন্তে তথ্য পাচারের প্রমাণ পাওয়ায় ওই সব প্রতিষ্ঠানের কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি। এমন ঘটনা তাদের অসতর্কতার ফলে, না ইচ্ছেকৃত হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ চুক্তিতে থাকা বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের অগোচরেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য যাচাইয়ের সুযোগ দিচ্ছে, যেটা কাম্য নয়। এটা নিয়ন্ত্রণে আনা ও ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কারণ কোনো প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ছাড়া কী করে এ তথ্য ফাঁস হলো, সব যাচাই করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের যে ধরনের তথ্য দরকার, হয়তো পাসপোর্টের সে ধরনের নয়, আবার ভূমি মন্ত্রণালয়ের অন্য রকম তথ্য প্রয়োজন। কাজেই ভেরিফিকেশনের একটি স্বাভাবিক প্ল্যাটফর্ম হচ্ছে- আমাদের জানাবেন এই তথ্যগুলো সঠিক আছে কি না, আমরা বলব হ্যাঁ বা না। এর বাইরেও যদি তথ্য প্রয়োজন হয়, সেগুলোসহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা করা হচ্ছে।’

রোজার আগেই বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ হবে: শ্রম উপদেষ্টা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ এএম
রোজার আগেই বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ হবে: শ্রম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রোজার আগে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর পাওনা পরিশোধ করা হবে। তবে এই টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে নাকি শেয়ার বা সম্পদ বিক্রি করে দেওয়া হবে, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। 

গতকাল বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকো অ্যাপারেল প্রথমে লে-অফ, পরে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম যেটা বন্ধ করা হয়েছে, দেনা যতটুকু আছে সেগুলো এই মাসের মধ্যে শোধ করা হবে। এর অগ্রগতি জানার জন্য মিটিং হয়েছে। বেশ ভালো অগ্রগতি আছে আমি বলব। যা যা দরকার, যতটুকু টাকা দরকার, ততটুকু টাকার ব্যবস্থা হচ্ছে। প্রকৃতপক্ষে কত টাকা- সেটা নতুন প্রশাসক এসেছেন, তিনি পুরো হিসাব করে বের করবেন, আমরা আবার আগামী ১৮ ফেব্রুয়ারি বসব। আশা করি সেখানেই সব চূড়ান্ত হবে।’