দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে বুধবার (১২ ফেব্রুয়ারি) ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এ নিয়ে অভিযান শুরুর দিন থেকে চার দিনে ২ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হলো।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জন ও সারা দেশে নিয়মিত অভিযানে আরও ১ হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় জব্দ করা হয়েছে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল, একটি বিদেশি পিস্তল, দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, ২০টি ককটেল, ছয়টি ছুরিসহ দেশীয় নানা অস্ত্র-সরঞ্জাম।
এর আগে অপারেশন ডেভিল হান্টে গত রবিবার সারা দেশে গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে, সোমবার ৩৪৩ জন, মঙ্গলবার ৬০৭ জন এবং সর্বশেষ বুধবার গ্রেপ্তার হন ৫৯১ জন।
চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩১
চট্টগ্রাম নগরে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হামলা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি। তাদের মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীও রয়েছেন। সিএমপির বিভিন্ন থানার পুলিশ ২৪ ঘণ্টায় (১১ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বেলা ১২টা) তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিএমপির জনসংযোগ শাখার এসআই মোহাম্মদ ইমরান হোসেন। গ্রেপ্তাররা অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহে ছাত্রলীগ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২২
ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার বিকেলে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামসহ আরও কয়েকজন রয়েছেন।
নোয়াখালীতে গ্রেপ্তার ২১
নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যৌথ অভিযানে নোয়াখালীতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদরে পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, হাতিয়া আটজন, বেগমগঞ্জে দুজন, চাটখিলে তিনজন, চরজব্বারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চরজিয়া উদ্দিন থেকে কুখ্যাত সন্ত্রাসী আবুল কালাম সফি প্রকাশ সফি বাতান্যাকে তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগমসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সিলেটে ছয়জন, আশুলিয়ায় পাঁচজন, ঝিনাইদহে আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতা-কর্মী, দিনাজপুরে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।